কাপালীর শতকে সিলেটের দিন

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিন চট্টগ্রামের বিপক্ষে শতক করেছেন সিলেটের অলক কাপালী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2016, 11:32 AM
Updated : 8 Oct 2016, 11:37 AM

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ২৮১ রান। কাপালী ১০৫ ও শাহানুর রহমান ১৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে এরই মধ্যে ৪৭ রানের জুটি গড়েছেন তারা।

১৯৪ বলে খেলা কাপালীর অধিনায়কোচিত ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টাদশ শতক।

শুরুতেই ইমতিয়াজ হোসেনকে হারিয়ে চাপে পড়ে সিলেট। আশা জাগালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি সায়েম আলম ও জাকির হাসান। দুই জনই ফিরেন থিতু হয়ে।

জাকিরের সঙ্গে ৬০ ও কাপালীর সঙ্গে ৫৮ রানের দুটি ভালো জুটি উপহার দেওয়া রাজিন সালেহ ফিরেন ৫১ রান করে। পঞ্চম উইকেটে রুমান আহমেদের সঙ্গে ৭৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন কাপালী। রুমানের বিদায়ের পর দিনের বাকি সময়টুকু শাহানুরকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮১/৫ (ইমতিয়াজ ৪, সায়েম ২৭, জাকির ৩২, রাজিন ৫১, কাপালী ১০৫*, রুমান ২৭, শাহানুর ১৭*; ইফতেখার ২/৭৮, সাঈদ ১/২৫, সাইফুদ্দিন ১/৩৮, বেলাল ১/৩৮)।