ফিল্ডিংকে দুষলেন মাশরাফি

আফগানিস্তান সিরিজ জুড়ে বাজে ফিল্ডিং নিয়ে বলতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। ইংল্যান্ড সিরিজেও চিত্রটা পাল্টায়নি। প্রথম ম্যাচ শেষেও দলের বাজে ফিল্ডিং নিয়ে বলতে হল অধিনায়ককে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2016, 06:33 PM
Updated : 7 Oct 2016, 06:56 PM

তিনটি ক্যাচ ছুটেছে ফিল্ডারদের হাত থেকে। ক্ষিপ্রতার অভাবে আরও তিনটি ক্যাচ হাতছাড়া হয়েছে। বাংলাদেশ যেখানে হাতের ক্যাচ ছেড়েছে সেখানে ইংল্যান্ড কাজে লাগিয়েছে দুরূহ সুযোগ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, সুযোগগুলো কাজে লাগাতে পারলে তারা হয়তো তিনশ’ রানের নিচে লক্ষ্য পেতেন। 

“আজকে আমাদের ফিল্ডিং ভালো হয়নি। ওই সময় আমরা যদি ক্যাচ তিনটা নিতে পারতাম তাহলে ওদের রান ২৮০-২৯০ হতো। তাহলে আমাদের মানসিক অবস্থাও অন্যরকম হতে পারত।

দুবার জীবন পাওয়া বেন স্টোকস করেন ক্যারিয়ারের প্রথম শতক। ভালো ভিতের সুবিধা কাজে লাগিয়ে শেষের ঝড়ো ব্যাটিংয়ে দলকে ৩০৯ পর্যন্ত নিয়ে যান জস বাটলার।

“আমাদের তিনশ’ চেজ করার তেমন অভিজ্ঞতা নেই। আমরা এমন উইকেটেও নিয়মিত খেলি না। আজকের উইকেটটা খুব ভালো ছিলো। যদি ২৮০-৯০ হতো তাহলে ব্যাটসম্যানদের জন্য আরও একটু ভালো হতো। মানসিক অবস্থাটা অন্যরকম থাকত।”

৩১০ রানের লক্ষ্য তাড়ায় ২৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ ৬ উইকেট তারা হারায় ১৭ রানে।