স্পোর্টিং উইকেটেই মাশরাফির আস্থা

ইংল্যান্ড বাংলাদেশে আসার আগে থেকেই সিরিজের আবহ সঙ্গীতে বাজছিল ‘স্লো উইকেট’। বল ব্যাটে আসছে না, মন্থর উইকেটে বরাবরের মতোই খাবি খাচ্ছে ইংলিশ ব্যাটসম্যানরা, এই ছবি দেখছিলেন অনেকেই। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনা উল্টো। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইঙ্গিত দিলেন স্পোর্টিং উইকেটের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 11:47 AM
Updated : 6 Oct 2016, 12:39 PM

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে উইকেটের প্রসঙ্গ বারবার এলো ঘুরে ফিরে। মাশরাফি মনে করিয়ে দিলেন গত মৌসুমে স্পোর্টিং উইকেটে খেলেই বাংলাদেশের সাফল্যের কথা।

“গত দুই বছর যদি বাংলাদেশের উইকেট দেখেন, খুব বেশি টার্নিং উইকেট ছিল না। আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা স্লো উইকেট যখন ছিল প্রথম ওয়ানডেতে, আমরা ধুঁকেছি।”

“আমি তাই মনে করি না আমরা শুধু স্পিনেই নির্ভর করব। আমাদের সব বিভাগই ভালো করছে। আমরা গোটা দলের ওপরই ভরসা করছি।”

গত মৌসুমে বাংলাদেশের অবিস্মরণীয় জয়যাত্রায় বড় ভুমিকা ছিল পেস আক্রমণের। চার পেসার নিয়ে একাদশ সাজায় স্বাগতিকরা। এক সময় অভাবনীয় এই বিষয়ও বাংলাদেশ করে দেখিয়েছে সাফল্যের সঙ্গে।

সেই সাফল্যের অন্যতম রূপকার মুস্তাফিজুর রহমান এখন চোট নিয়ে বাইরে। তবু পেস আক্রমণের ওপর অগাধ বিশ্বাস অধিনায়কের।

“মুস্তাফিজ ইনজুরিতে, আশা করি দ্রুত ফিরবে। তবে অন্য যারা আছে পেস বোলিংয়ে, সবাই ভালো। আশা করি, আমরা ভালো করব।”