বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় কেবলই স্মৃতি

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া দুই জয়কে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে দেখেন মাশরাফি বিন মুর্তজা। তবে অধিনায়কের কাছে এটা ভালো স্মৃতিই কেবল। জানালেন, অতীত সাফল্য নয়, তারা ভাবছেন সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 11:06 AM
Updated : 6 Oct 2016, 12:38 PM

২০১১ বিশ্বকাপে দেশের মাটিতে এবং ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি সেই দুই জয়ের প্রভাব নিয়ে নিজের ভাবনার কথা জানান।

“গত দুই বিশ্বকাপে দুটি জয় আমাদের জন্য অবশ্যই ভালো স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের মতো মঞ্চে ওদের হারানো আমাদের বড় অর্জনই। তবে সবাই আসলে সাম্প্রতিক ব্যাপারটি নিয়ে বেশি ব্যস্ত থাকে।”

“ক্রিকেটার হিসেবে ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এটিতে ভালো খেলা।”

নিজেদের শেষ সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড। সেই সিরিজেই সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড গড়ে দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ চার ওয়ানডের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। মাশরাফি মনে করেন, আগের পারফরম্যান্স নতুন সিরিজে কোনোভাবেই দলকে সহায়তা করে না।

“অনেক সময় আমরা যখন (কোনো দলের বিপক্ষে) টানা কয়েক ম্যাচ হেরে থাকি, ব্যক্তিগতভাবে সেটা আমার ওপর প্রভাব ফেলে না। নতুন সিরিজে নতুন শুরুর চিন্তাই করি। এখনও আমার কাছে সেটাই মনে হচ্ছে।”

“সাম্প্রতিক সময়ের কথা ধরলে আমরা বিশ্বের সেরা দলগুলির একটির সঙ্গে খেলতে যাচ্ছি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেরার মধ্যে আছে। কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী। চাপ না নিয়ে খেলতে পারলে ভালো হবে।”