সোহাগের শতকে বরিশালের বড় সংগ্রহ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সোহাগ গাজীর দারুণ এক শতকে ঢাকা মেট্রোর বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বরিশাল। দ্বিতীয় দিন ৩ উইকেট তুলে নিয়ে প্রথম স্তরের ম্যাচে মার্শাল আইয়ুবের দলকে চাপে রেখেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 12:53 PM
Updated : 3 Oct 2016, 03:25 PM

ঢাকা মেট্রো-বরিশাল

সোমবারের খেলা শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। এখনও ২৭৪ রানে পিছিয়ে আছে দলটি। 

অধিনায়ক মার্শাল ২৬ ও মেহরাব হোসেন জুনিয়র ২৯ রানে ব্যাট করছেন।

শুরুতেই ফিরেন সাদমান ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন শামসুর রহমান ও আসিফ আহমেদ। রান আউট হওয়ার আগে ৪৯ রান করেন শামসুর। সালেহ আহমেদ শাওনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৩ রান করেন আসিফ।

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৬ উইকেটে ৩০১ রান নিয়ে খেলা শুরু করা বরিশাল প্রথম ইনিংসে করে ৪১৯ রান।

সপ্তম উইকেটে ১১১ রানের জুটিতে দলকে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সোহাগ ও মনির হোসেন।

১২ রান নিয়ে দিন শুরু করা মনির এদিন যোগ করেন আরও ৫০ রান। ৭৭ বলে খেলা তার ৬২ রানের ইনিংসটি গড়া ৬টি চার ও দুটি চারে।

দলীয় ৩৮০ রানে মনিরের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয় প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম শতক পাওয়া সোহাগের। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে করেন ১৪২ রান। ১৯০ বলের ইনিংসটি ১৩টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুল ও আরাফাত সানি নেন চারটি করে উইকেট। আগের দিনই রান দেওয়ার শতকের দ্বারপ্রান্তে থাকা সানি খরচ করেন ১৪৯ রান, আশরাফুল ৬২।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ১১৮ ওভারে ৪১৯ (আগের দিন ৩০১/৬) (শাহরিয়ার ৪৮, নুরুজ্জামান ৪, মাহমুদ ৯, সালমান ২৯, সায়েম ৯৮, সোহাগ ১৪২, শাহিন ৬, মনির ৬২, শাওন ১, কবীর ২, তৌহিদুল ১০*; আশরাফুল ৪/৬২, সানি ৪/১৪৯, আসিফ ১/৩০, হায়দার ১/৭১) 

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৬১ ওভারে ১৪৫/৩ (শামসুর ৪৯, সাদমান ০, আসিফ ৩৩, মার্শাল ২৬*, মেহরাব জুনিয়র ২৯*; শাওন ১/২২, কবীর ১/৩৩)

ঢাকা-খুলনা

মাঠ খেলার অনুপযোগী থাকায় প্রথম স্তরের অন্য ম্যাচে দ্বিতীয় দিন খেলা সম্ভব হয়নি। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ১ উইকেটে ১৭২ রান করে খুলনা।