জাতীয় লিগের ম্যাচে শহীদের চোট

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার সময় চোট পেয়েছেন মোহাম্মদ শহীদ। তবে টেস্ট দলের এই পেসার মনে করছেন, পাঁচ-ছয় দিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2016, 12:25 PM
Updated : 3 Oct 2016, 03:25 PM

গত রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন মাত্র ২ ওভার বল করে মাঠ ছাড়েন ঢাকা মেট্রোর পেসার শহীদ। 

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই পেসার জানান, এখনও ব্যথা আছে। তবে আশা করছেন, শিগগির সেরে উঠবেন।

“সাইড স্ট্রেইনের জন্য আপাতত বিশ্রামে রয়েছি। দলের ফিজিও বলেছেন, বোলিং না করে যদি পাঁচ-ছয় দিন সম্পূর্ণ বিশ্রামে থাকি তাহলে সেরে উঠব।”

গত মৌসুমে টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন শহীদ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও দেখা যেতে পারে তাকে।

শহীদের চোট নিয়ে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “শহীদ চোট পেয়েছে, তবে এখনও তাকে আমি দেখিনি। আগামীকাল (মঙ্গলবার) ওর আসার কথা। তখন বোঝা যাবে ওর চোট কি অবস্থায় আছে।”

সর্বশেষ টেস্টে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের সেরে উঠতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানান ডা. দেবাশীষ।

“লিটন চোটে পড়ার পর এক সপ্তাহ পার হয়েছে। কাল ওকে আমরা নতুন অনুশীলন দেব। আশা করছি, এক সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।”