বাংলাদেশেও আগ্রাসী খেলবে ইংল্যান্ড

মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক ইতিহাস বাংলাদেশের পক্ষে। উইকেট-কন্ডিশনও প্রতিপক্ষ ইংলিশদের। তবে সাম্প্রতিক সময়ে দারুণ আগ্রাসী ক্রিকেট খেলে নজর কাড়া ইংল্যান্ড একইভাবে বাংলাদেশের চ্যালেঞ্জ জিততে চায়। আর অধিনায়ক জস বাটলারের চূড়ান্ত লক্ষ্য ওয়ানডের বিশ্বসেরা দল হওয়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 04:02 PM
Updated : 2 Oct 2016, 06:14 PM

দুই দলের সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষটি ছিল গত বছর বিশ্বকাপে। অ্যাডিলেইডে ইংল্যান্ডকে বিদায় করেই কোয়ার্টার-ফাইনালের টিকেট পায় বাংলাদেশ।

তবে সেই ব্যর্থতা থেকেই শুরু বাঁকবদলের। তলানিকে ঠেকার পর দারুণভাবে উঠে আসে ইংল্যান্ড। নিজেদের পরিচিত ঘরানা থেকে বেরিয়ে এসে অসাধারণ আক্রমণাত্মক ক্রিকেট খেলে গত দেড় বছরে তারা পেয়েছে দারুণ সব সাফল্য।

দেশের মাটিতে বাংলাদেশের টানা ছয় সিরিজ জয় ও কন্ডিশন বিচেনায় সিরিজে বাংলাদেশ একটু হলেও এগিয়ে থাকবে কিনা, রোববার সংবাদ সম্মেলনে এই প্রশ্নে মুচকি হেসে বাটলার বললেন, ‘হতে পারে!’

তবে পরক্ষণেই অধিনায়কের কণ্ঠে আগ্রাসী ক্রিকেট খেলার প্রতিজ্ঞা।

“গত দেড় বছর ধরে আমরা খুব ভালো করছি এবং রোমাঞ্চকর ঘরানার ক্রিকেট খেলছি। এখানে কন্ডিশনের অবশ্যই ভূমিকা থাকবে খেলার ধরণে। তবে আমি ছেলেদের বলব সামনে এগিয়ে আক্রমণ করতে।”

দেশের মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম জানা আছে বাটলারের। তবে এই চ্যালেঞ্জ জেতার প্রত্যয় তো আছেই, ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়কের দৃষ্টি আরও দূরে।

“নিজের কন্ডিশনে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়েছে। তবে আমরা সাধারণত নিজেদের দিকেই মন দেওয়ার চেষ্টা করি। দারুণ কিছু তরুণ নিয়ে প্রতিভাবান এক দল আমাদের। সাফল্যের পথে এগিয়ে যেতে ক্ষুধার্ত ওরা। আমরা বিশ্বের সেরা ওয়ানডে দল হতে চাই। সেটা করতে হলে, সব ধরনের কন্ডিশনেই মানিয়ে নিতে হবে।”

আগামী শুক্রবার থেকে শুরু দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে মঙ্গলবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।