রাজশাহীতে ফরহাদ রেজা, সাকলাইনের দাপট

ফরহাদ রেজা ও সাকলাইন সজীবের দারুণ বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামকে গুঁড়িয়ে দিয়েছে রাজশাহী। প্রতিপক্ষকে অল্প রানে বেধে রাখার পর মিজানুর রহমান-জুনায়েদ সিদ্দিকের ব্যাটে এগোচ্ছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 02:08 PM
Updated : 2 Oct 2016, 03:44 PM

প্রথম দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ১২১ রান। মিজানুর ৭১ ও জুনায়েদ ৪৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েছেন এই দুই জন।

প্রথম দিন চট্টগ্রামের সাফল্য একটিই। অষ্টম ওভারে মাইশুকুর রহমানকে বোল্ড করেন হোসেন আলী।

এর আগে রোববার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫৪.১ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

অতিথিদের ছয় ব্যাটসম্যান দুই অঙ্কে যান কিন্তু কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন মুমিনুল হকের অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইরফান শুক্কুর।

দ্বিতীয় সর্বোচ্চ ইয়াসির আলীর ২৪। উইকেটে থিতু হয়ে ফিরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাহবুবুল করিম ও নাজিম উদ্দিন।

পেস অলরাউন্ডার ফরহাদ রেজা ৪৫ রানে নেন ৪ উইকেট। বাঁহাতি স্পিনার সাকলাইন ৩ উইকেট নেন ৩৬ রানে। 

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ৫৪.১ ওভারে ১৪১ (নাজিম ২০, মাহবুবুল ২২, জসিম ০, তাসামুল ৬, ইয়াসির ২৪, ইরফান ২৮, মামুন ১৭, আরাফাত ১২, আরিফ ৮, হোসেন ১, রনি ০*; ফরহাদ রেজা ৪/৪৫, সাকলাইন ৩/৩৬, মামুন ২/১৯, মুক্তার ১/৩১)

রাজশাহী ১ম ইনিংস: ৩৫ ওভারে ১২১/১ (মাইশুকুর ১, মিজানুর ৭১*, জুনায়েদ ৪৫*; হোসেন ১/১০)