এনামুল, ইফতেখারের অর্ধশতক

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন অর্ধশতক করেছেন এনামুল হক ও মোসাদ্দেক ইফতেখার। তাদের দৃঢ়তায় দৃঢ় অবস্থানে রয়েছে খুলনা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2016, 01:20 PM
Updated : 2 Oct 2016, 03:44 PM

রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫০.৫ ওভারে ১ উইকেটে ১৭২ রান করে খুলনা।

শুরুতেই মেহেদি হাসানকে ফিরিয়ে দেন পেসার শাহাদাত হোসেন। প্রথম দিন ঢাকার সাফল্য এটাই। বাকি সময়ে এনামুল ও ইফতেখারকে বিচ্ছিন্ন করতে পারেনি তারা।

দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েছেন খুলনার দুই ব্যাটসম্যান। দলকে এগিয়ে নেওয়া এই দুই ব্যাটসম্যানকে থামিয়েছে বৃষ্টি। দ্বিতীয় সেশনে খেলা বন্ধ হওয়ার প্রথম দিন আর মাঠে নামা সম্ভব হয়নি।

প্রথম ম্যাচে দুই রান করে আউট হওয়া এনামুল অপরাজিত ৮৪ রানে। তার ১৪৫ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও চারটি চারে গড়া।

অফ স্পিন অলরাউন্ডার ইফতেখার সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১২ সালের ডিসেম্বরে। ২০১৩ সালের অক্টোবরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ খেলেছিলেন তিনি। লম্বা বিরতির পর ফিরেই খেলেছেন অপরাজিত ৭১ রানের চমৎকার এক ইনিংস। তার ১৪১ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা: ৫০.৫ ওভারে ১৭২/১ (মেহেদি ৮, এনামুল ৮৪*, ইফতেখার ৭১*; শাহাদাত ১/৩৪)