বল হাতে উজ্জ্বল আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2016 07:09 PM BdST Updated: 02 Oct 2016 09:44 PM BdST
নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন নিয়েছেন ৩ উইকেট।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩০১ রান করে বরিশাল।
আশরাফুল ও আরাফাত সানির স্পিনে শুরুতেই বরিশালকে চেপে ধরে ঢাকা মেট্রো।
১২৩ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় বরিশাল। নুরুজ্জামানকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন বাঁহাতি স্পিনার সানি। আশরাফুল বিদায় করেন অধিনায়ক ফজলে মাহমুদকে।
জাতীয় লিগের প্রথম রাউন্ড দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেন আশরাফুল। তবে বৃষ্টির দাপটে সেই ম্যাচে মাঠে নামা হয়নি তার। এবার নেমে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন তিনিই।
অর্ধশতকের দিকে এগিয়ে যাওয়া শাহরিয়ার নাফীস আশরাফুলের দ্বিতীয় শিকার। থিতু হওয়া অলরাউন্ডার সালমান হোসেনকে সানি ফিরিয়ে দিলে ভীষণ চাপে পড়ে বরিশাল।
আবু সায়েমের সঙ্গে ১৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সোহাগ গাজী। প্রথম শতকের পথে থাকা সায়েমকে এলবিডব্লিউ করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন বাঁহাতি পেসার আবু হায়দার। ক্যারিয়ার সেরা ৯৮ রান করা সায়েমের ১৬৫ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও একটি ছক্কায়।
জুটি ভাঙার পর আঘাত হানেন আশরাফুল। বোল্ড হয়ে ফিরেন শাহিন হোসেন। দিনের বাকি সময়টুকু মনির হোসেনকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন সোহাগ। ১১৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি।
৪৯ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার আশরাফুল।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল: ৮৮ ওভারে ৩০১/৬ (শাহরিয়া ৪৮, নুরুজ্জামান ৪, মাহমুদ ৯, সালমান ২৯, সায়েম ৯৮, সোহাগ ৮৭*, শাহিন ৬, মনির ১২*; আশরাফুল ৩/৪৯, সানি ২/৯৯, হায়দার ১/৬১)
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের