মোশাররফ-শফিউল খুলনায়, নুরুল-মিরাজ রাজশাহীতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের দল গঠনের অনুষ্ঠানে প্রথম ডাক পেয়েছেন আট বছর পর জাতীয় দলে ফেরা বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 01:27 PM
Updated : 30 Sept 2016, 04:03 PM

শুক্রবার হোটেল র‌্যাডিসনে প্রথম দুটি করে ডাক দেওয়ার সুযোগ পায় নতুন দুই দল খুলনা টাইটানস ও রাজশাহী কিংস।   

প্রথম ডাকের সুযোগ মিলে মাহমুদউল্লাহর খুলনার। তারা ডেকে নেয় মোশাররফকে। 

রাজশাহী ডেকে নেয় তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানকে। দলটি নিজেদের দ্বিতীয় ডাকে ঘরে নেয় অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। এই প্রথম বিপিএলে খেলবেন এই অফস্পিন অলরাউন্ডার। 
খুলনা দ্বিতীয় ডাকে ঘরে নেয় পেসার শফিউল ইসলামকে। 
স্থানীয় যে দুইজন কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ দিয়েছিল গভর্নিং কাউন্সিল। পুরান পাঁচ দল দুই জন করে স্থানীয় খেলোয়াড়কে আগেই দলে নেয়। তাই নতুন দুই দলকে শুরুতে দুইজন খেলোয়াড়কে ডাকার সুযোগ দেয় গভর্নিং কাউন্সিল।