এক হারে শেষ হয়ে যায়নি সব: মাশরাফি

আফগানদের কাছে একটি হারে সাম্প্রতিক সাফল্য মুছে গেছে বলে মনে করেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, আত্মবিশ্বাস হারায়নি তার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 08:37 AM
Updated : 30 Sept 2016, 11:02 AM

টানা ছয় ওয়ানডে জেতার পর গত বুধবার আফগানিস্তানের কাছে ২ উইকেটে হারে বাংলাদেশ। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অতিথিদের মুখোমুখি হবে মাশরাফির দল। তার আগের দিন স্বাগতিক আধিনায়ক জানান, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন তারা।

“আত্মবিশ্বাস অবশ্যই আছে। আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। আমার কাছে মনে হয় না, আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি.... যে সাফল্যগুলো পেয়ে এসেছি তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে।”

হতাশার ম্যাচ ভুলে ঘুরে দাঁড়াতে চান মাশরাফি।

“আমরা সবাই হতাশ। এর মানে এই না যে, এত দিন যে কাজগুলো করেছি তা আমরা ভুলে গেছি। একটা খারাপ দিন গেছে, এটা ক্রিকেটে হয়। যে কোনো খেলাতেই হয়। এগুলো মাথায় নিয়ে নামলে আরও কঠিন হবে কাজটা। আমরা চেষ্টা করছি মানসিকভাবে ফ্রি থেকে মাঠে নামতে।”