মাশরাফির কাছে অবিশ্বাস্য মোসাদ্দেক

আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে হারা ম্যাচে বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু খুব একটা দেখছেন না মাশরাফি। অভিষিক্ত মোসাদ্দেক হোসেনকেই কেবল এই ম্যাচে সম্পূর্ণ নিখুঁত মনে হয়েছে বাংলাদেশের অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 06:12 PM
Updated : 28 Sept 2016, 06:40 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ৪৫ রানের চমৎকার ইনিংস খেলার পর ১০ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন মোসাদ্দেক।

চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের পর অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসায় ভেসেছেন মোসাদ্দেক।

“মোসাদ্দেক অবিশ্বাস্য.. ওকে ১০ ওভার করাবো এটা শুরুতে আশা করিনি। কিন্তু ও প্রথম ওভার থেকেই উইকেট নিয়েছে.. প্রত্যেকটি ডেলিভারি থেকে মনে হচ্ছিল ও উইকেট পাবে। ব্যাটিং, বোলিং দুটোই ভালো করেছে। অবশ্যই তার আত্মবিশ্বাসের লেভেল অনেক ভালো।”

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের প্রথম বলে উইকেট নিয়েছেন মোসাদ্দেক।

মোসাদ্দেককে বোলিংয়ে আনার আগে মাশরাফির ভাবনায় ছিলেন মাহমুদউল্লাহ। তবে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলা মোসাদ্দেককেই বেছে নেন অধিনায়ক।

“ও আজকে ব্যটিংয়ে ভালো করেছে, দেখলাম আত্মবিশ্বাসী আছে। নেটে দেখেছিলাম বোলিংও ভালো পারে। আজকে মনে হল, আজকে বোলার হিসেবে ও বেশি ভালো করেছে। ব্যাটিংয়ে অসাধারণ ইনিংস খেলছে।”

মাশরাফির বিশ্বাস, দলের অন্য সবাই যদি মোসাদ্দেককে কিছু কিছু সহায়তা করতেন তাহলে ম্যাচের চিত্রটা ভিন্ন হত।