জাতীয় লিগে ৩ ম্যাচ ড্র

চতুর্থ ও শেষ দিন সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে রাজশাহী। এই ম্যাচের  মতোই ড্র হয়েছে বরিশাল-খুলনা ও ঢাকা-ঢাকা মেট্রো ম্যাচ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 11:48 AM
Updated : 28 Sept 2016, 11:48 AM

সিলেট-রাজশাহী

বুধবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ উইকেটে ৫৭ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। রুম্মান আহমেদের ৪৪ ও অলক কাপালীর ৩৪ রানে ১৭৫ পর্যন্ত যায় দলটি। 
 
প্রথম ইনিংসে ১৯৯ রান করা রাজশাহী ২৪ রানের লিড পায় ফরহাদ রেজা (৩/৪৬) ও মুক্তার আলীর (৩/৫২) দারুণ বোলিংয়ে। 

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২০ রান করে রাজশাহী। মাইশুকুর রহমান ৪২ রান করেন। ৩২ রানে অপরাজিত থাকেন হামিদুল ইসলাম। 
 
বরিশাল-খুলনা
 
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ উইকেটে ১২২ রান নিয়ে খেলা শুরু করে বরিশাল। চতুর্থ ও শেষ দিন সব মিলিয়ে খেলা হয় ৪১ ওভার। তাতে আরও ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ১২৬ রান যোগ করে অতিথিরা। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট ২৪৮ রান করে বরিশাল। 
 
সোহাগ গাজী ৩৬ রান করেন। ৩০ রানে অপরাজিত থাকেন আবু সায়েম। 
 
খুলনার মেহেদী হাসান মিরাজ, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক দুটি করে উইকেট নেন। 
 
এর আগে প্রথম ইনিংসে খুলনা ৪২৪ ও বরিশাল ২৬১ রান করে। 
 
ঢাকা-ঢাকা মেট্রো
 
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল ১৫ ওভার। পরের তিন দিনের খেলাই ভেসে গেছে বৃষ্টিতে। ঘরোয়া ক্রিকেটে ফেরার ম্যাচে তাই মাঠেই নামা হয়নি মোহাম্মদ আশরাফুলের। 
 
একমাত্র ইনিংসে ২ উইকেটে ৪৭ রান করে ঢাকা মেট্রো।