অস্ত্রোপচার করাতে হবে ডি ভিলিয়ার্সকে

কনুইয়ের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে খেলা হবে না এবি ডি ভিলিয়ার্সের। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজেও মাঠের বাইরে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 08:14 PM
Updated : 27 Sept 2016, 08:14 PM

অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে আট থেকে ১০ সপ্তাহ সময় লাগতে পারে ডি ভিলিয়ার্সের।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানান, এবি ফিটনেস টেস্টে ব্যর্থ হন। মুসাজির আশা, ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজে মাঠে দেখা যাবে ডি ভিলিয়ার্সকে।

চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলতে পারেননি ডি ভিলিয়ার্স। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টেও খেলা হয়নি তার। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজেও থাকবে না তিনি।

ডি ভিলিয়ার্সের জায়গায় দলে ফিরেছেন রাইলি রুশো।

অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, জেপি দুমিনি,  ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, আনডিলি ফিলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেল স্টেইন।