অভিষেকে আরাফাতের ৫ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2016 07:32 PM BdST Updated: 27 Sep 2016 08:05 PM BdST
পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন চট্টগ্রামের ইয়াসির আরাফাত মিশু। তরুণ এই পেসারের দারুণ বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে মুমিনুল হকের দল।
Related Stories
দ্বিতীয় স্তরের ম্যাচে রংপুরের হয়ে দারুণ দুটি ইনিংস খেলেছেন তানভীর হায়দার ও ধীমান ঘোষ।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান। ইরফান শুক্কুর ১৫ ও সাজ্জাদুল হক ৫ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ৩৬৮ রান করা দলটি এগিয়ে রয়েছে ১৬৪ রানে।
দলের ৪ রানে নাজিমউদ্দিনকে হারানোর ধাক্কা ভালোভাবেই সামলে নেন মাহাবুবুল করিম ও মুমিনুল। ৪৫ বলে ৫৬ রান করে ফিরেছেন মাহবুবুল। তার আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও দুটি ছক্কায়। তার সঙ্গে ১০০ রানের জুটি গড়া অধিনায়ক মুমিনুল ৮৫ বলে করেন ৬২ রান।
৩৫ রানে তিন উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ।

১৩৬ বলে ৭টি চারে ৮৬ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হয়ে ধীমান। তানভীরের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন তিনি।
এর পর আলাউদ্দিন বাবু ও শুভাশীষ রায়কে বিদায় করেন আরাফাত।
তিন রানের জন্য শতক পাননি তানভীর। অনিয়মিত অফ স্পিনার তাসামুল হকের বলে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১৮০ বল স্থায়ী ৯৭ রানের ইনিংস।
চোটের জন্য অনুপস্থিত ছিলেন উইকেটরক্ষক ও টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।
৩৫৫ রানে রংপুরকে গুটিয়ে চট্টগ্রামকে ১৩ রানের লিড এনে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা আরাফাতের। ১৭ বছর বয়সী এই পেসার ৬৫ রানে নেন ৫ উইকেট। তাসামুল তিন উইকেট নিতে খরচ করেন ১০৯ রান।
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- শাস্তি পেল বাংলাদেশ দল
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের