আফগান ফাঁদে ধরা পড়েছিলেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2016 03:44 PM BdST Updated: 27 Sep 2016 08:09 PM BdST
মুশফিকুর রহিমের সবচেয়ে পছন্দের শটের একটি স্লগ সুইপ। এই শটে প্রচুর রান আছে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানের। তার সেই স্লগ সুইপ খেলার প্রবণতা মাথায় রেখেই প্রথম ওয়ানডেতে ফাঁদ পেতেছিল আফগানিস্তান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। তার আগের দিন সংবাদ সম্মেলনে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খান জানান, পরিকল্পনা করেই রোববার মুশফিকের উইকেট নিয়েছিলেন তিনি।
“ম্যাচের আগে দলের মিটিংয়ে কোন ব্যাটসম্যানের কোথায় দুর্বলতা তা দেখে আমরা পরিকল্পনা করেছিলাম। মুশফিকুর রহিম স্লগ সুইপ খুব ভালো খেলেন। অধিনায়ক (আসগর স্তানিকজাই) আমাকে বলেছিলেন, তুমি যদি গুগলি কর, সেটা অনেক ঘুরবে। তাহলে সেটা ‘হিট’ করা তার জন্য খুব কঠিন। আমি ঠিক সেই কাজটিই করেছিলাম।”
স্লগ সুইপ করতে গিয়েই রশিদের গুগলিতে বোল্ড হন মুশফিক।
প্রথম ওয়ানডেতে ৬ রানে আউট হওয়া মুশফিকের ব্যাটিং নিয়ে কোনো দুর্ভাবনা নেই মাশরাফি বিন মুর্তজার। স্লগ সুইপে ঘরোয়া লিগেও কয়েকবার আউট হয়েছেন মুশফিক, তবে এই শট খেলতে তাকে বাধা দেবেন না বলে জানান বাংলাদেশের অধিনায়ক।
“ওর শক্তির জায়গা ওই শট। ওই শটে ও অনেক রান করে। যদি ওটা বন্ধ করে দেন তাহলে রানের জায়গাও কমে যাবে। আমার মনে হয়, কোচ এবং ও খুব ভালো জানে ওদের কি পরিকল্পনা। ও নিজেও ওর ব্যাটিং নিয়ে অনেক কাজ করে।”
“খেলোয়াড় ও সতীর্থ হিসেবে মুশফিকের প্রতি আমার অগাধ বিশ্বাস। যেটা করবে, মাঠে যে সিদ্ধান্তই নিবে আমার বিশ্বাস, সেটা আমাদের পক্ষেই আসবে।”
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
-
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে