প্রথম দিন শাহরিয়ার, মাহমুদের অর্ধশতক

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনটি পড়েছে বৃষ্টির কবলে। প্রথম স্তরের দুই ম্যাচের কোনোটিতেই খুব একটা খেলার সুযোগ মেলেনি। এরই মধ্যে দারুণ দুটি অর্ধশতক করেছেন ফজলে মাহমুদ ও শাহরিয়ার নাফীস। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 11:40 AM
Updated : 25 Sept 2016, 11:40 AM

বরিশাল-খুলনা

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে বরিশাল।

শুরুতেই নুরুজ্জামানকে ফিরিয়ে দেন জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আল আমিন হোসেন। দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মাহমুদ ও শাহরিয়ার। অতিথিদের বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন অলরাউন্ডার মেহেদি হাসান। তার বলে নাহিদুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরেন মাহমুদ।

১১৮ বলে বলে মাহমুদের ৮২ রানের ইনিংসটি গড়া ১২টি চার ও একটি ছক্কায়। রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরেন শাহিন হোসেন। ৭৬ রানে অপরাজিত শাহরিয়ারের সঙ্গে শূন্য রানে ব্যাট করছেন আল আমিন জুনিয়র।

ঢাকা-ঢাকা মেট্রো

বৃষ্টির বাধায় ঢাকার দুই দলের লড়াইয়ে প্রথম দিন খেলা হয় কেবল ১৫ ওভার। তাতে টস জিতে ২ উইকেটে ৪৭ রান করে ঢাকা মেট্রো।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ শুরুতেই ফিরিয়ে দেন শামসুর রহমান (১১) ও আসিফ আহমেদকে (১৫)।

১৫ রানে অপরাজিত সাদমান ইসলাসের সঙ্গে শূন্য রানে ব্যাট করছেন মার্শাল আইয়ুব।

শরীফ ১৮ রানে নেন দুই উইকেট।

এই ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। তবে বৃষ্টি মাঠে নামার জন্য অপেক্ষাতেই রেখেছে তাকে।