স্পিন ভেল্কি আর ব্যাটিং দৃঢ়তায় দাপটে ফিরল ভারত

দিনের শুরুতে একবার, লাঞ্চের পর আরেকবার। যেন দুটি দমকা হাওয়ায় উড়ে গেল কিউই ব্যাটিং। ভারতীয় ব্যাটসম্যানরা পরে দেখালেন, কিভাবে অটল থাকতে হয় বিরুদ্ধ পরিবেশে। প্রথম দুই দিনের হতাশা মুছে তৃতীয় দিনে প্রবল দাপটে ফিরল ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 12:32 PM
Updated : 24 Sept 2016, 12:38 PM

কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৬২ রানে গুটিয়ে গেছে নিউ জিল্যান্ড। ভারত তৃতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ১৫৯ রানে। প্রথম ইনিংসের ৬৬ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে ২১৫ রানে।

স্বাগতিকদের হাতে এখনও ৯ উইকেট, এগিয়ে যাচ্ছে তারা আরও বড় রানের দিকে। উইকেটের অবস্থা আর পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় এক দিনেই অনেক দূরে সরে গেছে নিউ জিল্যান্ডের জয়ের আশা, যা ভারতের দৃষ্টিসীমায়।

নিউ জিল্যান্ড দিন শুরু করেছিল বেশ শক্ত অবস্থানে থেকে। রান ছিল ১ উইকেটে ১৫২, শতরানের জুটি গড়ে উইকেট ছিলেন টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। আচমকাই বদলে যায় চিত্র। আগের দিন দারুণভাবে স্পিন সামলানো দুই ব্যাটসম্যান সকালেই ফিরে যান স্পিন বোলিংয়ে।

দুই অপরাজিত ব্যাটসম্যানকেই ফেরান অশ্বিন। সোজা বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ ল্যাথাম (৫৮)। অফ স্পিনারের আদর্শ এক ডেলিভারিতে বোল্ড উইলিয়ামসন (৭৫)।

এই আউটের মাঝে রস টেলরকে (০) ফেরান রবীন্দ্র জাদেজা। ২৩ বলের মধ্যে নিউ জিল্যান্ড হারায় ৩ উইকেট।

এমন স্পিনিং উইকেটে নতুন ব্যাটসম্যানের জন্য টিকে থাকা খুবই কঠিন। লুক রনকি ও মিচেল স্যান্টনার তবু লড়াই করছিলেন দাঁতে দাঁত চেপে। সেই লড়াইয়ের অপমৃত্যু আম্পায়ার রড টাকারের একটি বাজে সিদ্ধান্তে। জাদেজার বলে এলবিডব্লিউ দেন তিনি রনকিকে (৩৮), বল যদিও চলে যেত অফ স্টাম্পের বাইরে।

স্যান্টনার এরপরও চালিয়ে গেছেন লড়াই। উইকেটে জমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন বিজে ওয়াটলিং। কিন্তু নাটকীয় ধসে শেষ কিউইদের সব সম্ভাবনার। এক ওভারেই তিন উইকেট নেন জাদেজা। আরেকপাশে ছোবল অশ্বিনের। ৭ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় নিউ জিল্যান্ড!

৫ উইকেট নেন জাদেজা, ১৮ টেস্টে তার পঞ্চম ৫ উইকেট। দুর্দান্ত ফর্মে থাকা অশ্বিনের শিকার এবার ৪টি। নিউ জিল্যান্ডের ৬ ব্যাটসম্যান হয়েছেন এলবিডব্লিউ। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার, ভারতের বিপক্ষে এক ইনিংসে এলবিডব্লিউ হলেন এতজন ব্যাটসম্যান।

লিড পেয়ে উজ্জীবিত ভারতকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। লোকেশ রাহুল আবারও কঠিন উইকেটেও রান করেছেন দ্রুত গতিতে। তাকে (৩৮) ফিরিয়ে ৫২ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন ইশ সোধি। এটাই ছিল এদিন কিউই বোলারদের একমাত্র সাফল্য।

চেতেশ্বর পূজারা উইকেটে গিয়েই রান তুলতে শুরু করেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। পরে মন দেন ইনিংস গড়ায়। আরেকপাশে মুরালি বিজয় ছিলেন আঁটসাঁট।  দুজনই তুলে নিয়েছেন ম্যাচে দ্বিতীয় অর্ধশতক। দিন শেষ করেছেন অপরাজিত থেকে। দুজনের অবিচ্ছিন্ন জুটি ১০৭ রানের।

আশা নিয়ে দিন শুরু করা কিউইরা তখন ডুবে গেছে চরম হতাশায়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩১৮

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১৫২/১) (ল্যাথাম ৫৮, উইলিয়ামসন ৭৫, টেলর ০, রনকি ৩৮, স্যান্টনার ৩২, ওয়াটলিং ২১, ক্রেইগ ২, সোধি ০, বোল্ট ০, ওয়াগানার ০*; শামি ০/৩৫, যাদব ১/৩৩, জাদেজা ৫/৭৩, অশ্বিন ৪/৯৩, বিজয় ০/১০, রোহিত ০/৫)।

ভারত ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৫৯/১ (রাহুল ৩৮, বিজয় ৬৮*, পুজারা ৫০*; বোল্ট ০/১১, বিজয় ০/৩৩, ক্রেইগ ০/৪৮, ওয়াগনার ০/১৭, সোধি ১/২৯, গাপটিল ০/১৪)।