র‌্যাংঙ্কিং নিয়ে ভাবছেন না কোচ-অধিনায়ক

বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ওয়ানডেতে ছয় নম্বরে উঠার হাতছানি। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে র‌্যাংঙ্কিং নিয়ে কোনো ভাবনা নেই বাংলাদেশ দলে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 11:40 AM
Updated : 24 Sept 2016, 11:43 AM

কোচ চন্দিকা হাথুরুসিংহে জানিয়েছেন, তার মনোযোগ প্রথম ম্যাচের প্রথম ঘণ্টার দিকে। অধিনায়ক মাশরাফির কাছে র‌্যাংঙ্কিং ভাবার মতো কোনো বিষয় নয়।

আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে পৌঁছবে বাংলাদেশ।

আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তার আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “আমরা দিন দিন যা করি তার প্রতিফলন র‌্যাংঙ্কিং। আমরা র‌্যাংঙ্কিং নিয়ে ভাবছি না। আমরা ছয় ম্যাচের সিরিজ নিয়ে ভাবছি। তিনটি আফগানিস্তানের বিপক্ষে, তিনটি ইংল্যান্ডের সঙ্গে। আমরা এভাবেই এগোবো।”

“একবারে একটা ম্যাচ নিয়ে এগোবো। প্রথম ম্যাচের প্রথম ঘণ্টা নিয়ে ভাবছি।”

অধিনায়ক মাশরাফিও জানিয়ে দিলেন, সিরিজের আগে র‌্যাংঙ্কিং নিয়ে মোটেও ভাবছেন না তারা।

“আমি নিজেও ওটা নিয়ে চিন্তা করিনি। পয়েন্ট টেবিলে এখন যেখানে আছি দেড় বছর আগে কেউ চিন্তাও করিনি যে, এখানে আসতে পারব। এটা আমার কাছে মনে হয় না কোনো ভাবার বিষয়।”

কোচ ও অধিনায়কের ভাবনা জুড়ে জয়। জিতলে স্বাভাবিকভাবেই র‌্যাংঙ্কিংয়ে পড়বে তার ছাপ।

৯৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে সাত নম্বরে রয়েছে বাংলাদেশ। ৪৯ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান ১০ নম্বরে।

ছয় নম্বরে উঠতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও অবস্থান সংহত হবে বাংলাদেশের। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের র‌্যাঙ্কিংয়ে স্বাগতিক ইংল্যান্ড ও শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০১৯ বিশ্বকাপে খেলার।