আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে বাংলাদেশ

দেশের মাটিতে টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয়ে মাশরাফি বিন মুর্তজার দলের মূলমন্ত্র ছিল আক্রমণাত্মক ক্রিকেট। অধিনায়ক জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষেও তার ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 10:35 AM
Updated : 24 Sept 2016, 04:06 PM

দেশের মাটিতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে দুইবার হারায় মাশরাফির দল। এই পাঁচ সিরিজে যে মানের ক্রিকেট খেলেছে ক্রিকেটাররা, আফগানিস্তানের বিপক্ষে তেমনটাই দেখতে চান অধিনায়ক।

“অবশ্যই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমরা যেভাবে শেষ করেছি সেভাবেই খেলা শুরু করতে চাই।”

মাশরাফি মানছেন, কৌশলগত কারণে কখনও হয়ত রক্ষণাত্মক ক্রিকেট খেলতে হয়। তবে এই সিরিজে সে পথে না হাঁটারই কথা বললেন তিনি।

“শুরুতে আমরা চাইব আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে। সেরা ক্রিকেট বলতে অবশ্যই এটা না যে মানসিকভাবে আমরা রক্ষণাত্মক হয়ে খেলব।”

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।