তামিমের চ্যালেঞ্জ নিজেদের কাছেই

দীর্ঘ বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। সব কিছু আবার নতুন করে শুরুর পালা। প্রথম প্রতিপক্ষ তুলনামূলকভাবে খানিকটা সহজ, আফগানিস্তান। তবে প্রতিপক্ষ নয়, তামিম ইকবাল চ্যালেঞ্জটা দেখছেন লম্বা বিরতির পর আগের ফর্ম ধরে রাখার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 01:53 PM
Updated : 23 Sept 2016, 01:54 PM

গত বছর ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় সাফল্যের বছর। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার-ফাইনালে খেলার পর মাশরাফি বিন মুর্তজার দল ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে।

তবে টানা সাফল্যের পর এসেছে টানা বিরতি। গত বছরের নভেম্বরের পর আর ওয়ানডে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। লম্বা বিরতিতে পারফরম্যান্সে মরচে ধরে যাওয়া অস্বাভাবিক নয়। সেটা ঝেড়ে ফেলে আগের ফর্ম ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।

শুক্রবার মিরপুরে তামিমের কণ্ঠেও উঠে এল সেই চ্যালেঞ্জ।

“আমরা দল হিসেবে কতটা ভালো হয়েছি এবং মানসিকভাবে শক্তিশালী হয়েছি, সেটি প্রমাণ করার সুযোগ এবার। সবশেষ ওয়ানডে সিরিজে আমরা যেভাবে খেলেছিলাম, এত বড় বিরতির পর সেটা ধরে রাখা নিজেদের কাছেই চ্যালেঞ্জ, যেন সেটা ধরে রাখতে পারি।”

মৌসুম শুরুর আগে গত দুই মাস ঘাম ঝরিয়েছে দল। শুরুতে এক মাস ছিল কঠোর ফিটনেস ট্রেনিং, এরপর স্কিল ট্রেনিং। তামিমের আশা, সেই কঠোর পরিশ্রমের প্রতিফলন পড়বে মাঠের ক্রিকেটে।

“শেষ দু মাস আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, চেষ্টা করেছি প্রত্যেকটি ঘাটতি পুষিয়ে নিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনুশীলনে যেসব করেছি, মাঠে সেসব করে দেখানো। এটাই আমাদের চেষ্টা থাকবে। গত দু মাসের কঠোর পরিশ্রমের প্রতিফলন যেন মাঠে পড়ে।”