কানপুরে শেষ বেলায় ঘুরে দাঁড়াল নিউ জিল্যান্ড

নিজেদের পাঁচশতম টেস্টে শুরুটা দারুণ করেছিল ভারত। তবে শেষের ব্যাটিং ব্যর্থতায় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 12:02 PM
Updated : 22 Sept 2016, 04:06 PM

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে কানপুরে প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৯১ রান। রবিন্দ্র জাদেজা ১৬ ও উমেশ যাদব ৮ রানে ব্যাট করছেন।

টস জিতে গ্রিন পার্কে ব্যাট করতে নেমে এক সময়ে ১ উইকেটে ১৫৪ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়েছিল ভারত। একাদশ ওভারে দলীয় ৪২ রানে লোকেশ রাহুলের বিদায়ে পর দলকে এগিয়ে নিচ্ছিলেন মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা।

দুলিপ ট্রফিতে ১৬৬ ও অপরাজিত ২৫৬ রানের দুটি দারুণ ইনিংস খেলে আসা পুজারা মিচেল স্যান্টনারকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার পর ছোটোখাটো ধস নামে ভারতের ইনিংসে।

নিল ওয়াগনারের শর্ট বলে ব্যাকওয়ার্ড-স্কয়ার লেগ সীমানায় ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। দ্রুত ফিরে যান বিজয়।

চা-বিরতিতে যাওয়ার সময় ভারতের স্কোর ৪ উইকেটে ১৮৫ রান। পরের সেশনে আরও ১০৬ যোগ করার পথে ৫ উইকেটে হারিয়ে ফেলে স্বাগতিকরা। তৃতীয় সেশনের শুরুতেই ফিরে যান অজিঙ্কা রাহানে।

ষষ্ঠ উইকেটে রোহিত শর্মার সঙ্গে ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় নতুন বলে ভাঙে স্বাগতিকদের প্রতিরোধ। স্যান্টনারের বলে ইশ সোধিকে ক্যাচ দেন রোহিত।

মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে বোল্ড হন ঋদ্ধিমান সাহা। পরের ওভারে ফিরে অশ্বিনকেও ফেরান ট্রেন্ট বোল্ট। তার তৃতীয় শিকার মোহাম্মদ শামি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৯০ ওভারে ২৯১/৯ (রাহুল ৩২, বিজয় ৬৫, পুজারা ৬২, কোহলি ৯, রাহানে ১৮, রোহিত ৩৫, অশ্বিন ৪০, সাহা ০, জাদেজা ১৬*, শামি ০, যাদব ৮*; বোল্ট ১৭-২-৫৭-৩, ওয়াগনার ১৪-৩-৪২-১, স্যান্টনার ২০-২-৭৭-৩, ক্রেইগ ২৪-৬-৫৯-১, সোধি ১৫-৩-৫০-১)