আফগানিস্তান সিরিজে টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্বত্ব কিনেছে ডাচ বাংলা ব্যাংক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2016, 11:05 AM
Updated : 20 Sept 2016, 11:06 AM

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সময় টাইটেল স্পন্সর ছিল ডাচ বাংলা ব্যাংক।

২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের আনুষ্ঠানিক নাম ‘রকেট ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ ২০১৬’।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, দুই বছরের জন্য ঘরোয়া সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের কাছ থেকে দুই বছরের জন্য এই স্বত্ব কিনেছে ডাচ বাংলা।

টাইটেল স্বত্ব বিক্রি করে কত টাকা পাওয়া গেছে জানাতে চাননি ইনাম আহমেদ।

“আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্থ এবার পেয়েছি। যদি আগের বারের সঙ্গে তুলনা করি, এবার ম্যাচ প্রতি আমরা ৪০ শতাংশ বেশি অর্থ পাব।”

“১৫টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে সেরা তিনটিকে আবার দর দিতে বলা হয়েছিল। সেখানে সবচেয়ে বেশি দিয়ে টাইটেল স্বত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস তাবরেজ।