পা কেটে হাসপাতালে স্টার্ক

খুব বেশি দিন হয়নি, লম্বা চোট কাটিয়ে ফিরেছেন মাঠে। এবার ভুতুড়ে এক চোটে আবার মাঠের বাইরে যাওয়ার শঙ্কায় মিচেল স্টার্ক। অনুশীলন সরঞ্জামের সঙ্গে লেগে বাঁ শিন কেটে যাওয়ায় হাসপাতালে নিতে হয়েছে বাঁহাতি এই ফাস্ট বোলারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2016, 11:03 AM
Updated : 15 Sept 2016, 11:03 AM

বৃহস্পতিবার হার্স্টভিলে দলের অনুশীলনে এই দুর্ঘটনা ঘটে। পরে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্টার্ককে। সেখানে দলীয় ডাক্তার জন অর্চার্ড স্টার্কের অবস্থা পর্যবেক্ষণ করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, চোট কতটা গুরুতর।

স্টার্কের এই দুর্ঘটনার আগেই চোট দু দফায় ছোবল দিয়েছে দক্ষিণ আফ্রিকার সফরের জন্য অনুশীলনে থাকা অস্ট্রেলিয়া দলকে।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দল থেকে চোটের কারণে এর মধ্যেই ছিটকে গেছেন ব্যাটসম্যান শন মার্শ ও অলরাউন্ডার জেমস ফকনার। শ্রীলঙ্কা সফর থেকে বয়ে আনা আঙুলের চোট থেকে সুস্থ হতে পারেননি মার্শ। আর বৃহস্পতিবার কাফ মাসলে টান লেগেছে ফকনারের। তাকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত মাসখানেক।

মার্শের বদলী হিসেবে অস্ট্রেলিয়া ডেকেছে উসমান খাওয়াজাকে। ফকনারের কোনো বদলী নেওয়া হচ্ছে না। ১৫ জনের স্কোয়াড তাই নেমে এসেছে ১৪ জনে।

৩০ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ৫ ওয়ানডের সিরিজ।