টেস্টে দুই স্তর থেকে সরল আইসিসি

টেস্টে দুই স্তর চালু করার প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2016, 12:10 PM
Updated : 7 Sept 2016, 12:12 PM

বুধবার দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় এই প্রস্তাব নিয়ে কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সব সদস্য সিদ্ধান্ত নেয় আপাতত এই প্রস্তাব নিয়ে এগোনোর প্রয়োজন নেই।

শুরু থেকেই টেস্টে দ্বি স্তরের বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরে এতে সুর মেলায় ভারত। জিম্বাবুয়েও এর বিপক্ষে ছিল।     

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের।

আইসিসি সভা থেকে ফিরে গত ৩ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান দাবি করেন, প্রধান নির্বাহীদের সভায় একমাত্র বাংলাদেশই দ্বি-স্তর টেস্টের বিরোধিতা করে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান থিলাঙ্গা সামাথিপালা জানান, তারাও টেস্ট ক্রিকেটকে দুই স্তরে নিয়ে যাওয়ার বিরুদ্ধে।

আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল নিয়ে আরও বিশদ আলোচনা হওয়ার কথা ছিল আগামী অক্টোবরের সভায়।

দ্বি-স্তর কাঠামোয় টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ৭ দলকে প্রথম স্তরে রাখার কথা বলা হয়েছিল। শেষ তিন দল এবং নতুন দুটি টেস্ট খেলুড়ে দেশকে রাখা হতো দ্বিতীয় স্তরে।