নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে সানিকে

বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর তাসকিন আহমেদের অ্যাকশনে পরিবর্তন করতে হয়েছে সামান্য। কিন্তু আরাফাত সানির পরিবর্তনটা ছিল অনেক বেশি। তার কার্যকারিতা নিয়ে সংশয়টাও তাই বেশি। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের ওয়ানডে পুলে এজন্যই রাখা হয়নি এই বাঁহাতি স্পিনারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2016, 02:55 PM
Updated : 6 Sept 2016, 02:55 PM

সানি-তাসকিন দুজনই এখন অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার ব্রিজবেনে দুজনের বোলিং অ্যাকশনের পরীক্ষা। বিসিবির আশা, দুজনই পরীক্ষায় উতরে আবার অনুমতি পাবেন বোলিংয়ের। তবে মঙ্গলবার ঘোষিত আসছে দুই সিরিজের জন্য ২০ জনের ওয়ানডে পুলে তাসকিনের জায়গা হলেও নেই সানি।

দুজনকে নিয়ে নির্বাচকদের দুই রকম ভাবনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যখ্যা করলেন অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।

“তাসকিনের অ্যাকশনে খুব বেশি পরিবর্তন আনতে হয়নি। ওর কার্যকারিতা কমে যাওয়া নিয়ে তাই শঙ্কা খুব একটা নেই। সানির অ্যাকশন অনেকটাই বদলাতে হয়েছে। আর সেই অ্যাকশনে সে খুব বেশি বোলিং করতে পারেনি।”

“আমাদের মনে হয়েছে সানির আরও কিছু দিন সময় দরকার। আশা করি বোলিং শুধর ফিরবে সে। এরপর ঘরোয়া ক্রিকেটে কিছুদিন খেলুক, ওর বোলিং আমরা দেখি। ভালো করলে অবশ্যই ফিরবে।”

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত নভেম্বরে। সেই সিরিজে চোটের কারণে ছিলেন না তাসকিন। সানি খেলেছেন সিরিজের তিন ম্যাচই।