আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার পথে সানি-তাসকিন

জাতীয় দলের সতীর্থরা যখন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশকে পেয়ে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে ব্যস্ত তখন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাসকিন আহমেদ। সেখানে তার সঙ্গী আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়ে থাকা আরেক বোলার আরাফাত সানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2016, 02:36 PM
Updated : 5 Sept 2016, 03:14 PM

বাংলাদেশের দুই বোলারের বিশ্বাস, সব ঠিকঠাক মতো করতে পারলে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে ফেরার অনুমতি মিলবে তাদের।

সোমবার রাতে দেশ ছাড়বেন সানি-তাসকিন। আগামী বৃহস্পতিবার ব্রিজবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তারা। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তাসকিনের আর বেলা দুইটায় সানির পরীক্ষা।  

ব্রিজবেনে দুই শিষ্যর সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। পরীক্ষার আগে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলনের সুযোগ মিলবে তাসকিন ও সানির।

যাওয়ার আগে তাসকিন জানান, পরীক্ষার জন্য তিনি অধীর অপেক্ষায় আছেন।

“ইতিবাচক আশা নিয়ে যাচ্ছি। আশা করছি, ইতিবাচক ফিডব্যাক নিয়ে ফিরব। আমরা আমাদের শতভাগ দিয়ে এ কদিনে চেষ্টা করেছি। চার-পাঁচ মাস কঠোর পরিশ্রম করেছি। শতভাগ দিয়ে চেষ্টা করব।”

জ্বর নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সানি। তবে আত্মবিশ্বাস হারাননি এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

“আশা করি, এত দিনের কঠোর পরিশ্রমের ফল আমরা পাব। পরীক্ষা যখন তখন একটা চাপ তো অবশ্যই আছে।”

“জ্বর এখনও আছে। গতকাল (রোববার) খুব বাজে অবস্থা ছিল। আজ একটু ভালো। যত দ্রুত সুস্থ হব আমার জন্য পরীক্ষা দেওয়া তত সহজ হবে।”

বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় গত মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে আছে সানি-তাসকিনের বোলিং।