বাংলাদেশের উন্নতির অংশ হতে চান ওয়ালশ

এতদিন দূর থেকে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দেখেছেন। এবার সেই অগ্রগতির অংশ হতে চান কোর্টনি ওয়ালশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 02:53 PM
Updated : 4 Sept 2016, 02:55 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ওয়ালশ জানান, অনেক দিন ধরেই বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহী ছিলেন তিনি। 

“এখানে আসতে পেরে আমি খুশি। আশা করি, যখন বাংলাদেশ ছেড়ে যাব, তখন একটা দৃশ্যমান অগ্রগতি চোখে পড়বে। খেলোয়াড়দের উন্নতির জন্য বিসিবির উদ্যোগগুলো আমার ভালো লেগেছে। খেলোয়াড়দের উন্নতির জন্য তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে। তারা অবশ্যই নিজেদের র‌্যাংঙ্কিংয়ের উন্নতি করতে চায় এবং আমি এর অংশ হতে চাই।”

বাংলাদেশের মাটিতে কখনও খেলা হয়নি ওয়ালশের।

“তবে তাদের বিরুদ্ধে কয়েকবার খেলেছি। আমি এখানকার তরুন খেলোয়াড়দের নিয়ে রোমাঞ্চিত।”

“নতুন নতুন বন্ধু তৈরি করার এটা একটা ভালো সুযোগ। আমি সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে এবং শেষ পর্যন্ত একটা ভালো ফলাফল আদায় করতে পছন্দ করি।”

ওয়ালশের বিশ্বাস, মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক মতো করলে নিশ্চিতভাবেই আরও এগোবে বাংলাদেশের ক্রিকেট।