বাংলাদেশকে আপন করে নিতে চান ওয়ালশ

সংস্কৃতি পুরো ভিন্ন; জীবনযাত্রার ধরন উল্টো। ক্যারিবিয়ান থেকে বাংলাদেশে এসে কতটা মানিয়ে নিতে পারবেন কোর্টনি ওয়ালশ - সংশয়টা অনেকেরই আছে। তবে ওয়ালশের নিজের এ নিয়ে ভাবনা আছে সামান্যই। বাংলাদেশকে আপন করে নিতে চান জাতীয় দলের নতুন বোলিং কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 11:45 AM
Updated : 4 Sept 2016, 11:51 AM

নতুন দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় এসেছেন ওয়ালশ। রোববার দুপুরে বিসিবিতে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। নতুন জায়গা, ভিন্ন পরিবেশ, সংস্কৃতিগত পার্থক্যের প্রসঙ্গ উঠল। ওয়ালশ জানালেন, এদেশে নতুন বন্ধু খুঁজে নিতে কখনোই আপত্তি নেই তার।

“আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর খেলেছি, সব সময় তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলিনি। সম্প্রতি নির্বাচক ছিলাম, তখনও ক্যারিবিয়ানে অনেক ঘুরে বেড়াতে হয়েছে। এটা তাই খুব বড় সমস্যা নয়।”

“সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা শিখতে হবে। আপাতত এটুকু বলতে পারি, বাংলাদেশে আসার পর উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। লোকে এখানে খুবই বন্ধুবৎসল। এসব নিয়ে আমি খুবই খুশি। নতুন বন্ধু বানাতে আমার আপত্তি নেই।”

টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট শিকারি প্রথম বোলারের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।