‘ইংল্যান্ড চারশ করলে বাংলাদেশও তাড়া করতে সক্ষম’

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভয়ঙ্কর চেহারায় দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। নিজেদের মাঠে প্রতিপক্ষেকে উড়িয়ে দেওয়া ওয়েন মর্গ্যানের দলকে নিয়ে কোনো ভীতি নেই সাব্বির রহমানের। তার বিশ্বাস, ইংল্যান্ড যত রানই করুক তাড়া করার সামর্থ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের রয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 02:11 PM
Updated : 2 Sept 2016, 02:19 PM

কদিন আগেই ব্যাটিং তাণ্ডবে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের (৪৪৪) রেকর্ড গড়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বোলাররা স্বাগতিক ব্যাটসম্যানদের জবাবই খুঁজে পাচ্ছেন না। সাব্বির মনে করেন, বাংলাদেশ সফরে ইংলিশ ব্যাটসম্যানদের একই রকম দাপট দেখানো সম্ভব হবে না।

“ঘরের মাঠে সবারই অন্য চেহারা থাকে। সেটা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড সবাই হতে পারে। ইংল্যান্ড এখানে এলে হয়তো আমাদের স্পিন আক্রমণে পেরে উঠবে না। ওদের টিকে থাকতে হলে আমাদের স্পিন আক্রমণের বিপক্ষে লড়াই করতে হবে।”

“(পাকিস্তান সিরিজ দেখে) এমন কোনো বার্তা আমরা নেইনি, ওরা এখানে এসে ৪০০ রান করবে। ওরা যদি করে আমাদের ব্যাটসম্যানরা ওই স্কোর চেজ করতে সক্ষম।”

অক্টোবরের ইংল্যান্ড সিরিজ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন সাব্বির। এই বিস্ফোরক ব্যাটসম্যানের মনোযোগের কেন্দ্রে এখন সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আফগানিস্তান সিরিজ।

“শুধু আমার জন্য নয়, দলের  সবার জন্যই অনেক ভালো হবে। ছয় মাস ধরে আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আফগানিস্তান ভালো দল। ২০১৪ সালে আমরা ওদের কাছে হেরেছিলাম। এবার চেষ্টা করবো সবগুলো ম্যাচ জেতার জন্য।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে আফগানিস্তানের কিছু ক্রিকেটারদের। সেই সুবাদে তাদের অনেককেই ভালো করে চেনেন সাব্বিররা।

“আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটে তাদের অনেকেই খেলে গেছে। তারাই হয়তো জাতীয় দলে থাকবে। ওদের দুর্বলতা এবং শক্তিমত্তা নিয়ে আমরা কাজ করছি। দুই দলই স্পিন ও পেস- দুটোই ভালো খেলে। আশা করি, ভালো একটা সিরিজ হবে।”

আফগানিস্তান সিরিজে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও পরিকল্পনা আছে সাব্বিরের, “আমি সব সময় বোলিং করতে আগ্রহী। নেটে যখন সুযোগ পাই বোলিং করি। বোলিং নিয়ে আমি কাজ করছি। অনেক উন্নতি হয়েছে। মাশরাফি (বিন মুর্তজা) ভাই সব সময় বলে, বোলিং করতে হতে পারে। আমি আশায় থাকি কখন আমাকে বোলিং দেওয়া হবে।”