পছন্দসই স্পিন কোচ পাচ্ছে না বিসিবি

নিজেদের পছন্দমতো স্পিন বোলিং কোচ পাচ্ছে না বিসিবি। ইংল্যান্ড সিরিজের আগে তাই বিশেষজ্ঞ পরামর্শ পাচ্ছেন না জাতীয় দলের স্পিনাররা। বিসিবি সভাপতির আশা, নিউ জিল্যান্ড সিরিজের আগেই আনা যাবে ভালো মানের কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 08:35 AM
Updated : 2 Sept 2016, 08:38 AM

জাতীয় দলের সহকারী ও স্পিন কোচের দায়িত্বে এত দিন ছিলেন রুয়ান কালপাগে। সম্প্রতি এই শ্রীলঙ্কানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে। ফাঁকা আছে স্পিন কোচের জায়গাটি।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, ভালো মানের একজন স্পিন কোচ খুঁজছেন তারা।

“স্পিন কোচের জায়গাটা এখনও খালি আছে। আশা করি, খুব শিগগিরই একজনকে আমরা পেয়ে যাব। সমস্যা হচ্ছে, আমরা যে ধরনের স্পিন কোচ চাচ্ছি, তেমন কাউকে এখনও পর্যন্ত পাচ্ছি না।”

একটু সময় নিয়ে খুঁজে লম্বা সময়ের জন্যই কাউকে আনতে চান বিসিবি প্রধান।

“ইংল্যান্ড সিরিজের আগে সম্ভব হবে না। নিউ জিল্যান্ড সিরিজের আগে একজন ভালো স্পিন কোচ আমরা পেয়ে যাব। দীর্ঘমেয়াদের জন্যই আনা হবে।”

“এখন যা পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে ভালো জনকেই আমরা নিয়ে নেব।”