ফিল্ডিং কোচ থেকে হাথুরুসিংহের সহকারী হ্যালসল

পদোন্নতি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে। এখন তিনি প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সহকারী। এই দায়িত্বে থাকবেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2016, 06:05 AM
Updated : 2 Sept 2016, 08:38 AM

আগের সহকারী কোচ রুয়ান কালপাগের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকে হ্যালসলকে পদোন্নতি দেওয়ার কথাই শোনা যাচ্ছিল। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

“আমার কিছু ঘাটতি আছে কোচিং স্টাফে। এজন্য আমাদের যে ফিল্ডিং কোচ আছে রিচার্ড হ্যালসল, তাকে আমরা সহকারী কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।”

২০১৪ সালে অগাস্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন জিম্বাবুয়েতে জন্ম নেওয়া হ্যালসল। বাংলাদেশের কোচিং স্টাফে সবচেয়ে ‘হাই প্রোফাইল’ কোচ তিনিই। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচ। ইংল্যান্ডেও পরে পদোন্নতি পেয়ে হন সহকারী কোচ। সেই সময় অ্যান্ডি ফ্লাওয়ারের অসুস্থতা ও বিশ্রামে টুকটাক মূল কোচের দায়িত্বও পালন করেছেন।

ক্রিকেট জ্ঞানের পরিধি ও পরিশ্রমী হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের মাঝেও বেশ জনপ্রিয় হ্যালসল।