পাকিস্তান দলে নতুন মুখ বাট

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টির ১৩ সদস্যের দলে নতুন মুখ আমাদ বাট। এছাড়া দলে ফিরেছেন ব্যাটসম্যান খালিদ লতিফ ও পেসার সোহেল তানভির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 07:20 PM
Updated : 1 Sept 2016, 07:20 PM

আগামী ৭ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচ দিয়ে নেতৃত্বে অভিষেক হবে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শহিদ আফ্রিদির জায়গায় অধিনায়ক হন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 
 
আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী এই পেসার এ পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২ উইকেট। তবে ওভার প্রতি খরচ করেছেন ১০.৪৭ রান করে। ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশের হয়ে খেলেন এই ডানহাতি পেসার। 
 
মোহাম্মদ হাফিজের চোটে ওয়ানডে দলে আসা পেসার মোহাম্মদ ইরফান টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা সামি আসলাম, ইয়াসির শাহ, উমর গুল, হাসান আলি ও অধিনায়ক আজহার আলির জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে। 
 
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), খালিদ লতিফ, শারজিল খান, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহার রিয়াজ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির, আমাদ বাট।