ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে স্টোকস

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে টানা চারটি ছক্কা হজমের পর এই সংস্করণের দলে এই প্রথম এলেন তিনি।    

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 04:53 PM
Updated : 31 August 2016, 04:53 PM

আগামী ৭ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে এছাড়াও ফিরেছেন জো রুট, অ্যালেক্স হেলস, মইন আলি ও মার্ক উড। 
 
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে থাকা দল থেকে বাদ পড়েছেন লিয়াম ডাউসন, ক্রিস ওকস, জেমস ভিন্স ও ডেভিড মালান। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ টাইমাল মিলস তার জায়গা ধরে রেখেছেন। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জেতা টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন না স্টোকস। পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলছেন এই অলরাউন্ডার।  
 
স্পিনার ডাউসন অভিষেকে ২৭ রানে তিন উইকেট নিয়েছিলেন। তবে মইন ফেরায় বাদ পড়তে হল তাকে। 
 
টি-টোয়েন্টির ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান, মইন আলি, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, টিমাল মিলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড।