দিলশানের বিদায়ী ওয়ানডে কষ্টে জিতল অস্ট্রেলিয়া

ব্যাট হাতে ৪২ রান, ফিল্ডিংয়ে দুর্দান্ত এক ক্যাচ। শেষ ম্যাচে খুব একটা খারাপ করলেন না তিলকরত্নে দিলশান। মাঝারি পুঁজি নিয়ে দারুণ লড়াই করল শ্রীলঙ্কাও। তবে শেষ হাসি অস্ট্রেলিয়ানদের। দিলশানের বিদায়ী ওয়ানডেতে রান তাড়ার শেষ দিকে গুবলেট পাকালেও শেষ পর্যন্ত জিতেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 05:34 PM
Updated : 28 August 2016, 05:34 PM

সিরিজের তৃতীয় ওয়ানডেতে রোববার শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরু থেকেই ধুঁকতে থাকা শ্রীলঙ্কা দিনেশ চান্দিমালের অসাধারণ শতকে করতে পারে ২২৬। শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপাকে পড়লেও অস্ট্রেলিয়া জিতেছে ৪ ওভার বাকি থাকতে। পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেল তারা ২-১ ব্যবধানে।

ওয়ানডে অধিনায়কত্বের অভিষেকে টস হারলেও ম্যাচ জয়ের তৃপ্তিতে মাঠ ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ বিশ্রাম নিতে দেশে ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন এই ওপেনার।

সতীর্থদের গার্ড অব অনার আর গ্যালারি ভরা দর্শকের অভিনন্দনের মাঝে ব্যাটিংয়ে নেমেছিলেন দিলশান। শ্রীলঙ্কা শুরুতেই হারায় দুই উইকেট। তৃতীয় উইকেটে দিলশান ও চান্দিমাল গড়েন ৭৩ রানের জুটি।

৩৩০ ওয়ানডের ক্যারিয়ারের শেষটায় দিলশান আউট হলেন ফুল টস বলে! অ্যাডাম জ্যামপার বলে ধরা পড়েছেন মিড উইকেটে (৬৫ বলে ৪২)।

অস্ট্রেলিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত ফিরে যান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভাও। সেখান থেকে দলকে বলতে গেলে একাই টেনেছেন চান্দিমাল।

বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখেছেন চান্দিমাল, সুযোগ বুঝে বাড়িয়েছেন দলের রান। শেষের আগের ওভারে স্পর্শ করেছেন চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ১৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কা তখন পেয়ে গেছে লড়াই করার মতো ২২৬ রানের পুঁজি।

শুরুটা বাজে হয়েছিল অস্ট্রেলিয়ারও। ম্যাথিউসের বলে পয়েন্টে বাঁদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচে ওয়ার্নারকে ফেরান দিলশান। ৪৪ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় শন মার্শ ও ফিঞ্চকেও।

তবে মিডল অর্ডারের দৃঢ়তায় সেই ধাক্কা সামলে ওঠে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে (৩৬) নিয়ে ৬২ রানের জুটি গড়েন জর্জ বেইলি। পঞ্চম উইকেটে ম্যাথু ওয়েডের সঙ্গে বেইলির জুটি ৮১ রানের।

অস্ট্রেলিয়ার জয় তখন মনে হচ্ছিল বেশ অনায়াস। হঠাৎই গড়বড়। স্টাম্পড হয়ে ফেরেন ওয়েড (৪২)। ভরসা হয়ে থাকা বেইলি বোল্ড প্রসন্নর লেগ স্পিনে (৭০)। ফিনিশার ফকনারও দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

নয়ে নামা মিচেল স্টার্কের ছক্কা ও চার অস্ট্রেলিয়াকে নিয়ে যায় জয়ের কাছে। দশে নামা জ্যামপার আরেকটি বাউন্ডারিতে দুই দলের স্কোর সমান। জয় এনে দেওয়া শটে ক্যাচ মতো দিয়েছিলেন জ্যামপা, বলে হাত ছুঁইয়েও ধরতে পারেননি দিলরুয়ান পেরেরা। ক্যাচ নিতে পারলে আরেকটু জমত নাটক!

দিলশান আর স্বাগতিক দর্শকের শেষটা তাই হলো হতাশায়। স্মারক স্টাম্প হাতে মাঠ ছাড়লেন দিলশান। সাঙ্গাকারা-জয়াবর্ধনের পর দিলশানেরও বিদায়, তিন মহীরুহকে ছাড়া শ্রীলঙ্কার নতুন পথচলা শুরু পরের ম্যাচেই। আগামী বুধবার সেই ম্যাচ ডাম্বুলাতেই।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২২৬ (গুনাথিলাকা ৫, দিলশান ৪২, মেন্ডিস ৪, চান্দিমাল ১০২, ম্যাথিউস ২, ধনাঞ্জয়া ১২, কুসল পেরেরা ১১, থিসারা ৯, প্রসন্ন ৩, দিলরুয়ান ১৭, আপোন্সো ১*; স্টার্ক ২/৪২, হেইজেলউড ১/৫১, হেস্টিংস ২/৪১, ফকনার ২/৪৪, জ্যামপা ৩/৩৮)।

অস্ট্রেলিয়া: ৪৬ ওভারে ২২৭/৮ (ওয়ার্নার ১০, ফিঞ্চ ৩০, মার্শ ১, বেইলি ৭০, হেড ৩৬, ওয়েড ৪২, ফকনার ৪, হেস্টিংস ৫*, স্টার্ক ১২, জ্যামপা ৫*; ম্যাথিউস ২/৩০, থিসারা ২/১৮, আপোন্সো ২/৪৪, দিলরুয়ান ২/৪৫, দিলশান ০/২৪, প্রসন্ন ১/৩৯, ধনাঞ্জয়া ১/২১)।

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জর্জ বেইলি