দু প্লেসির শতকের পর চাপে নিউ জিল্যান্ড
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2016 10:17 PM BdST Updated: 28 Aug 2016 10:17 PM BdST
১৬ ইনিংস পর শতক পেয়েছেন ফাফ দু প্লেসি। সেঞ্চুরিয়ন টেস্টে দলকে নিয়ে গেছেন রানের পাহাড়ে। দ্বিতীয় দিনের শেষ সেশনে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের সামর্থ্যের পরীক্ষা নিয়েছেন ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডাররা।
রোববার ৮ উইকেটে ৪৮১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৩ উইকেটে ৩৮ রান। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ২৪৪ রান চাই তাদের।
অধিনায়ক কেন উইলিয়ামসন ১৫ ও হেনরি নিকোলস ৪ রানে ব্যাট করছেন।
নিউ জিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও টম ল্যাথাম স্টেইন-ফিল্যান্ডারের সুইং সামলাতেই পারেননি। কয়েকবার ব্যাটে কানা নেওয়ার পরও বেঁচে যাওয়া দুই ব্যাটসম্যান ফিরেন দুই অঙ্কে যাওয়ার আগেই।
চতুর্থ ওভারে ফিল্যান্ডারের বলে স্টিয়ান ফন সিলের ক্যাচে পরিণত হন গাপটিল। পরের ওভারে ল্যাথামকে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি করেন স্টেইন। আম্পায়ার শুরুতে আউট দেননি, রিউউ নিয়ে ল্যাথামের বিদায় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। অতিথিদের বিপদ আরও বাড়িয়ে রান আউট হয়ে ফিরেন অন্যতম ব্যাটিং ভরসা রস টেইলর।
এর আগে রোববার সুপারস্পোর্ট পার্কে ৩ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৬৭ রানের ইনিংসকে এদিন খুব একটা এগিয়ে নিতে পারেননি জেপি দুমিনি। টিম সাউদির শর্ট বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি হন তিনি। ১৫৮ বলে খেলা দুমিনির ১৫৮ বলের ইনিংসটি গড়া ১৩টি চারে।

প্রিটোরিয়াতেই জন্ম-বেড়ে উঠা ওয়াগনারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগেও খেলেছেন তিনি কিন্তু সুপারস্পোর্ট পার্কে এই প্রথম। নিজের সাবেক হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচেই ফিল্যান্ডারকে বোল্ড করে পাঁচ উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার। ৮৬ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
বাউন্সারে স্বাগতিক ব্যাটসম্যানদের প্রায় সবাইকে ভুগিয়েছেন ওয়াগনার। পারেননি কেবল দু প্লেসিকে। ২০১৪ সালের ডিসেম্বরের পর প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন তিনি। ১৩ রান নিয়ে দিন শুরু করা এই ডানহাতি ব্যাটসম্যান ইনিংস ঘোষণার সময় অপরাজিত ছিলেন ১১২ রানে। তার ২৩৪ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও দুটি ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৮৩/৩) ১৫৪ ওভারে ৪৮১/৮ ডিক্লে. (কুক ৫৬, কক ৮২, আমলা ৫৮, দুমিনি ৮৮, দু প্লেসি ১১২*, বাভুমা ৮, ফন সিল ৩৫, ফিল্যান্ডার ৮, রাবাদা ৭, স্টেইন ১৩*; সাউদি ৩৫-৫-১১৪-১, বোল্ট ৩৫.৪-৭-১০৭-০, ব্রেসওয়েল ৩০.২-৯-৯৮-১, স্যান্টনার ১৪-১-৬২-১, ওয়াগনার ৩৯-৮-৮৬-৫)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৬ ওভারে ৩৮/৩ (গাপটিল ৮, ল্যাথাম ৪, উইলিয়ামসন ১৫*, টেইলর ১, নিকোলস ৪*; স্টেইন ৮-২-১৮-১, ফিল্যান্ডার ৪-১-১০-১, রাবাদা ৪-০-৯-০)
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী