তামিমের আঙুলে চিড়

রোববার অনুশীলন শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় তামিম ইকবালের বাঁ হাতে দেখা গেল ব্যান্ডেজ। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানালেন, চোট পেয়েছেন আঙুলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিস্তারিত জানালেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। চিড় ধরা পড়েছে বাঁহাতি এই ওপেনারের বাঁ হাতের কনিষ্ঠায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 09:34 AM
Updated : 28 August 2016, 10:48 AM

চোটটা পেয়েছেন তামিম শনিবার ফিল্ডিং অনুশীলনের সময়। এক্সরেতে ধরা পড়ে আঙুলে চিড়। বায়েজিদুল ইসলাম খান জানালেন, অন্তত সপ্তাহ তিনেক লাগবে চোট সারতে। তবে শঙ্কা নেই ইংল্যান্ড সিরিজ নিয়ে।

“ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে আঙুলে ফ্র্যাকচার হয়েছে। খুব ছোট না, খুব বড়ও নয়। হেয়ারলাইন ফ্র্যাকচারের চেয়ে একটু বড়। অন্তত তিন সপ্তাহ মতো লাগবে সেরে উঠতে। তিন সপ্তাহ পর বোঝা যাবে অবস্থা। তবে ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা নেই, সেটা নিশ্চিত করে বলতে পারি।”

“আপাতত স্কিল ট্রেনিং করতে পারবে না তামিম। তবে ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে পারবে সতর্কভাবে।”

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। প্রথম ওয়ানডে ৭ অক্টোবর। এখনও সময় আছে প্রায় ছয় সপ্তাহ।