শ্রীলঙ্কার ঝড় থামিয়ে ফকনারের হ্যাটট্রিক

শ্রীলঙ্কার ঝড় থামিয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন জেমস ফকনার। অস্ট্রেলিয়ার ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তিনি পর পর তিন বলে নিয়েছেন উইকেট। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 02:03 PM
Updated : 24 August 2016, 02:03 PM

বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ৭ ওভারে ফকনার পাননি কোনো উইকেট। প্রথম উইকেটের জন্য তাকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভারের শেষ বল পর্যন্ত। অসাধারণ সেই স্লোয়ারের পর সব পাল্টে গেল। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কুসল পেরেরা (৫৩ বলে ৫৪)। 

পরের ওভারে ফিরে প্রথম বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান ফকনার। শ্রীলঙ্কার অধিনায়ক লং-অফে ক্যাচ দেওয়ার আগে ৬০ বলে করেন ৫৭ রান। এসেই চড়াও হওয়া থিসারা পেরেরাকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফকনার। 
 
ওয়ানডেতে এটি ৪০তম হ্যাটট্রিক, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ। সমান চারটি হ্যাটট্রিক আছে কেবল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও শারজাহ স্টেডিয়ামে।
 
কুসল পেরেরা, ম্যাথিউস, থিসারাকে ফিরিয়ে শ্রীলঙ্কার তিনশ’ ছাড়ানোর আশা প্রায় শেষ করে দেন ফকনার। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ২৮৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। 
 
কিছু দিন আগে অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন ফকনার।