বৃষ্টিতে থামল ‘স্টেইন-গান’

প্রায় ৮ মাস পর গায়ে দক্ষিণ আফ্রিকার সাদা পোশাক, হাতে ‘রেড চেরি’। লম্বা বিরতিতে একটু কি মরচে পড়েছে অস্ত্রে? শঙ্কাগুলো উড়ে গেল মুহূর্তেই। গর্জে উঠল ‘স্টেইন-গান!’ অসাধারণ এক স্পেলে ডেল স্টেইন কাঁপিয়ে দিলেন কিউই টপ অর্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 03:27 PM
Updated : 20 August 2016, 03:27 PM
তবে এই বারুদের ঝাঁজে জল ঢেলে দিল ডারবানের আকাশ। লাঞ্চের আগেই নামা বৃষ্টি টানা ঝরায় পণ্ড হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৬৩ রানের জবাবে নিউ জিল্যান্ডের রান ১২ ওভারে ২ উইকেটে ১৫।

বৃষ্টি আসার আগে স্টেইনের স্পেল ৬-৪-৩-২! ফিরিয়েছেন নিউ জিল্যান্ডের দুই ওপেনারকেই। প্রথম ওভার থেকেই আগুন ঝরিয়েছেন বলে। গতিময় আগ্রাসী বোলিংয়ের সঙ্গে দুই দিকেই সুইং করিয়ে নাভিশ্বাস তুলে ছেড়েছেন কিউই ব্যাটসম্যানদের।

প্রথম ৬ ওভার তবু কোনো রকমে টিকে গিয়েছিল কিউই ওপেনাররা। এরপরই স্টেইনের জোড়া আঘাত। নিজের পরপর দু ওভারে ফেরান টম ল্যাথাম ও মার্টিন গাপটিলকে।

স্টেইনের বল এত বেশি সুইং করছিল যে ব্যাটসম্যানের ব্যাটের ধারে কাছে থাকছিল না। সুইং কমিয়ে ব্যাটের কানা নেওয়ার চেষ্টায় তাই ক্রস সিম বোলিং শুরু করেন এই ফাস্ট বোলার। উইকেটে তখন নিউ জিল্যান্ডের সেরা দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেলর। কিন্তু রোমাঞ্চটা জমতে দিল না বৃষ্টি।

সকালে ৮ উইকেটে ২৩৬ রানে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই হারায় স্টেইনকে। কাগিসো রাবাদার (৩২*) সৌজন্যে শেষ জুটি থেকে তুলতে পারে তারা ২৭ রান।

বল হাতে স্টেইন পরে উজ্জীবিত করলেন প্রোটিয়াদের। কিউই প্রতিরোধ স্টেইনের হাতে ধ্বংস হবে কিনা জানতে দিল না বৃষ্টি। হয়ত জানা যাবে তৃতীয় দিনে!

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৭.৪ ওভারে ২৬৩ (কুক ২০, এলগার ১৯, আমলা ৫৩, দুমিনি ১৪, দু প্লেসি ২৩, বাভুমা ৪৬, ডি কক ৩৩, ফিল্যান্ডার ৮, রাবাদা ৩২*, স্টেইন ২, পিট ৯; সাউদি ১/৮০, বোল্ট ৩/৫২, ব্রেসওয়েল ১/৫৩, ওয়াগনার ৩/৪৭, স্যান্টনার ২/২২, গাপটিল ০/৫)।

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২ ওভারে ১৫/২ (গাপটিল ৭, ল্যাথাম ৪, উইলিয়ামসন ২*, টেলর ২*; স্টেইন ২/৩, ফিল্যান্ডার ০/১২)।