মুস্তাফিজ ফিরছেন সোমবার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2016 05:40 PM BdST Updated: 20 Aug 2016 05:40 PM BdST
ইংল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেট খেলতে গিয়ে চোটে পড়া মুস্তাফিজুর রহমান অস্ত্রোপচার শেষে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরছেন সোমবার।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তরুণ বাঁহাতি পেসারের ফেরার ব্যাপারে কথা বলেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস
“আগামী পরশু বেলা ১২টার দিকে মুস্তাফিজের দেশে ফেরার কথা রয়েছে।”
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত ১১ অগাস্ট বিশেষজ্ঞ সার্জন ওয়ালেস মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন। প্রথমবারের মতো ছুরির নিচে যাওয়া তরুণ পেসারকে সাহস যোগাতে লন্ডনে যান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার সঙ্গেই ফিরবেন ২০ বছর বয়সী পেসার।
অস্ত্রোপচার শেষে সার্জন ওয়ালেসের অধীনেই ছিলেন মুস্তাফিজ। গত বুধবার নিজের ক্লিনিক ফর্টিয়াসে আবার তাকে দেখেন ওয়ালেস। তার ছাড়পত্র মেলায় দেশে ফিরছেন ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলা মুস্তাফিজ।
হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় এই কারণে লন্ডনে হালকা ব্যায়াম করানো হয়েছে মুস্তাফিজকে। ইউনুস জানান, এরই মধ্যে ফিজিওথেরাপিও শুরু হয়েছে মুস্তাফিজের। দেশে ফেরার পর শুরু হবে তার মাঠে ফেরার প্রক্রিয়া।
“ওই খানে ওর হালকা পুনর্বাসন শুরু হয়েছে। আশা করি, চার সপ্তাহ পর সে পূর্ণাঙ্গ পুনর্বাসনে নামতে পারবে।”
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ