২২ ওভারেই শেষ প্রথম দিন

ত্রিনিদাদে প্রথম দিন জয় হল বৃষ্টির। পোর্ট অব স্পেনে চতুর্থ টেস্টের প্রথম দিন বৃষ্টির দাপটে ২২ ওভারের বেশি খেলা হয়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 07:00 PM
Updated : 18 August 2016, 07:00 PM

বৃহস্পতিবারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩২ ও মারলন স্যামুয়েলস ৪ রানে ব্যাট করছেন।

২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত আগেই চার ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কায় স্বাগতিকদের কাছে অস্ট্রেলিয়ার হারে টেস্ট র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠা দলটির সেরার আসন ধরে রাখতে এই ম্যাচে জিততেই হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, জয়ের পথে স্বাগিতকদের মতো বিরাট কোহলিদের পথে বাধা বৃষ্টিও।

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর দিনের খেলা শুরু হয়।টানা তৃতীয় টস জিতে কুইন্স পার্ক ওভালে ব্যাটিং নেন জেসন হোল্ডার। তবে শুরুটা ভালো হয়নি তার দলের।

দ্বাদশ ওভারে দারুণ এক বলে লিওন জনসনকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। কিছুক্ষণ পর রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরেন তিন নম্বর ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে অভিষেক হওয়া পেসার আলজেরি জোসেফের জায়গায় ফিরেছেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু।

ভারত দলে এসেছে দুটি পরিবর্তন। শিখর ধাওয়ানের জায়গায় ফিরেছেন মুরালি বিজয়। অলরাউন্ডার রবিন্দ্র জায়গায় আরেকটি সুযোগ পেয়েছেন চেতেশ্বর পুজারা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২ ওভারে ৬২/২ (ব্র্যাথওয়েইট ৩২*, জনসন ৯, ব্রাভো ১০, স্যামুয়েলস ৪*; ভুবনেশ্বর ০/১৩, শামি ০/১৪, ইশান্ত ১/৭, অশ্বিন ১/২২)