কালপাগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

বেধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ না দেওয়ায় সহকারী কোচ রুয়ান কালপাগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 11:15 AM
Updated : 17 August 2016, 11:15 AM

ছুটি থেকে ফিরে কিছু দিন আগেই কাজে যোগ দিয়েছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

সময় চাওয়া কালপাগেকে ১৬ অগাস্টের মধ্যে কাজে যোগ দিতে বলেছিল। সে সময়সীমা পার হওয়ার পর চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

“টিম ম্যানেজম্যান্টের সবাই দলের সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু আমাদের সহকারী কোচ রুয়ান কালপাগে, যিনি স্পিনের দিকটাও দেখতেন, তিনি এখনও যোগ দেননি। তিনি আমাদের কাছে সময় চেয়েছিলেন। আমরা তাকে ১৬ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে উনি আমাদের সঙ্গে কোনো যোগযোগ করেননি। এখন আমরা চুক্তি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

২০১৪ সালের জুলাইয়ে বাংলাদেশের সহকারী ও স্পিন বোলিং কোচ হয়ে আসেন কালপাগে। কিছুদিন আগেই অন্য কোচদের মতো তার চুক্তির মেয়াদও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়।