১০ উইকেটে জেতা ম্যাচে মিসবাহদের জরিমানা

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ‘স্লো ওভার রেট’ -এর কারণে মিসবাহ-উল-হক ও পাকিস্তান দলের সদস্যদের জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 01:28 PM
Updated : 15 August 2016, 01:28 PM

সোমবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কেনিংটন ওভালে সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে পাকিস্তান। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ক হিসেবে মিসবাহকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মিসবাহ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজ ড্র করার সঙ্গে প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ বা তার চেয়ে বড় ব্যবধানে জিতলে এবং ভারতের বিপক্ষে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ হার এড়ালে সেরার আসনে বসবে দেশটি।