তাসকিনের সঙ্গেই হতে পারে আরাফাতের পরীক্ষা

তাসকিনের আহমেদের সঙ্গেই আরাফাত সানি বোলিং অ্যাকশন সংশোধনের পরীক্ষা দিতে পারেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 01:11 PM
Updated : 14 August 2016, 01:11 PM

ইংল্যান্ড সিরিজের আগে পেসার তাসকিনের পরীক্ষার সিদ্ধান্ত এক রকম চূড়ান্ত হয়ে আছে। আকরাম জানান, পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে এই তরুণ পেসারকে। সেখানে তার সঙ্গী হতে পারেন বাঁহাতি স্পিনার আরাফাতও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় তাসকিন ও আরাফাতের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। সে সময় ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তারা। ব্যর্থ হওয়ায় গত মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে আছে তাদের বোলিং।  

“আরাফাত সানির আজ একটা পরীক্ষা হচ্ছে। সেটার রিপোর্ট পেলে আমরা ওকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিব। তার রিপোর্ট ইতিবাচক হলে, তাসকিনের সঙ্গেই হয়ত টেস্টের জন্য পাঠানো হবে।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যাদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল তাদের বিসিএলে খেলার সম্ভাবনা দেখছেন আকরাম।

“যাদের বোলিং নিয়ে কাজ হচ্ছে, তাদের রিপোর্ট ভালো হলে হয়তো বিসিএলে তারা খেলতে পারবে। অনেকের হয়ত বোলিং ঠিক হয়ে গেছে, সেটা মাঠে প্রমাণিত হবে। সুতরাং যাদের বোলিং নিয়ে কাজ চলছে, তাদের বিসিএলে খেলার সম্ভাবনাই বেশি।”

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা বিসিএল। এবার খেলা হতে পারে ঢাকা ও চট্টগ্রামে।