টেস্টে ফিরেই ভুবনেশ্বরের ৫ উইকেট

টেস্টে ফিরেই ৫ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। এই পেসারের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে দ্রুত রান করে বোলারদের লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার চেষ্টা করছেন অতিথি ব্যাটসম্যানরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 05:27 AM
Updated : 13 August 2016, 05:47 AM

সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫৭ রান। অজিঙ্কা রাহানে ৫১ ও রোহিত শর্মা ৪১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে এরই মধ্যে ৮৫ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

১২৮ রানের লিড পাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেননি ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। ওয়ানডে মেজাজে খেলে ২৪ বলে ২৮ রান করে ফিরেন লোকেশ রাহুল। থিতু হয়ে বিদায় নেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

তিন নম্বরে নেমে আবার ব্যর্থ বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৩ রান করা ভারতের অধিনায়ক এবার ফিরেছেন ৪ রান করে।

এর আগে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দৃঢ় ভিতের সুবিধা কাজে লাগাতে পারেননি দলটির পরের ব্যাটসম্যানরা।

ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন ইশান্ত শর্মা। উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইটকে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন। তবে জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে মারলন স্যামুয়েলসের ৬৭ রানের জুটি ৩ উইকেটে ২০২ রানে পৌঁছে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।

এরপরই আঘাত হানেন ভুবনেশ্বর। তার দারুণ বোলিংয়ে ২৩ রানে শেষ ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা অলআউট হয় ২২৫ রানে। তাদের শেষ ৬ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল শেন ডরিচ। ভুবনেশ্বরের শেষ স্পেল ১১.৪-৬-১৬-৫।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৫৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: তৃতীয় দিন শেষে (১০৭/১) ১০৩.৪ ওভারে ২২৫ (ব্র্যাথওয়েইট ৬৪, জনসন ২৩, ব্রাভো ২৯, স্যামুয়েলস ৪৮, ব্ল্যাকউড ২০, চেইজ ২, ডরিচ ১৮, হোল্ডার ২, জোসেফ ০, কামিনস ০, গ্যাব্রিয়েল ০*; ভুবনেশ্বর ৫/৩৩, শামি ০/৫৮, অশ্বিন ২/৫২, ইশান্ত ১/৪০, জাদেজা ১/২৭)।

ভারত ২য় ইনিংস: ৩৯ ওভারে ১৫৭/৩ (রাহুল ২৮, ধাওয়ান ২৬, কোহলি ৪, রাহানে ৫১*, রোহিত ৪১*; কামিনস ২/২২, চেইজ ১/৪১)