শাহরিয়ার-রকিবুলদের আশা দিলেন বাংলাদেশ কোচ

প্রাথমিক দল হয়ে কি মিলবে মূল দলে দলে ঢোকার চাবি? এই আশা বুকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্পে ঘাম ঝরিয়ে যাচ্ছেন শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ, রকিবুল হাসানরা। তাদের আশার কথা শোনালেন চন্দিকা হাথুরুসিংহে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারদেরও বাংলাদেশের ক্রিকেটে ভূমিকা দেখছেন বাংলাদেশ কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 02:32 PM
Updated : 17 August 2016, 05:58 AM

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন শাহরিয়ার-শুভরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গেছেন তারা দিনের পর দিন। আশায় থেকেছেন ডাক পাওয়ার। প্রাথমিক দলে ডাক পেয়ে মূল দলেও জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছেন সবাই।

মঙ্গলবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে যা বললেন, তাতে শাহরিয়ারদের আশার পালে লাগবে জোর হাওয়া।

ফাইল ছবি

“বাংলাদেশের ক্রিকেটে ভূমিকা রাখার সুযোগ তাদের সবসময় আছে। ওটা যেটা করেছে, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। জাতীয় দলে যারা আছে, তাদের চাপে রেখেছে। সেদিক থেকে ওরা বাংলাদেশের ক্রিকেটকে ভালো সার্ভিস দিয়েছে। পারফরম্যান্স দিয়েই ওরা সামনে এগিয়ে এসেছে এবং ওদের আছে সমান সুযোগ।”

বাংলাদেশ দল অবশ্য এখন অনেকটাই থিতু। দলে ঢোকার কাজটা যে সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন কোচ।

“গত দেড় বছরে দল ভালো করছে, অন্য কারও জন্য তাই এখানে জায়গা করে নেওয়া কঠিন। তবে জায়গা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতা দলের জন্য দারুণ।”