স্টার্কের তোপের পর শ্রীলঙ্কার ফেরা

সাতসকালে উইকেট পেলেন অস্ট্রেলিয়ার নতুন বলের বোলার। শেষ বিকেলে অতিথিরা হারাল দলের সেরা ওপেনারকে। মাঝে আরও ১০ উইকেটের পতন। ছিল নতুন বলের তোপ, মনোমুগ্ধকর সব শট, কার্যকর জুটি, রিভার্স সু্ইংয়ের ঝড় আর শুষ্ক উইকেটে প্রথম দিনেই টার্ন। ঘটনার ঘনঘটার প্রথম দিন শেষে খানিকটা এগিয়ে হয়ত শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2016, 01:34 PM
Updated : 4 August 2016, 01:34 PM

গলে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮১ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ৪৪ রানে ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার কোনো পেসারের এটি সেরা বোলিং। গলে বিদেশি পেসারের সেরা বোলিংও।

তবে দুই ওপেনারকে হারিয়ে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। দিন শেষ করেছে তারা ২ উইকেটে ৫৪ রানে।

প্রথম বলেই উইকেটে শুরু হয় ম্যাচ। মিচেল স্টার্কের নিরীহ এক হাফ ভলিকে মিড উইকেটে তুলে দেন দিমুথ করুনারত্নে। খানিক পর আরেক ওপেনার কৌশল সিলভাকেও ফেরান স্টার্ক।

এরপরই দিনের সেরা জুটি। আক্রমণাত্মক কুসল পেরেরাকে তিনে নামায় শ্রীলঙ্কা। আগের টেস্টের অসাধারণ ব্যাটিং ফর্ম এই টেস্টেও বয়ে আনেন কুসল মেন্ডিস। জুটিতে ওভারপ্রতি চারের বেশি রান তুলেছেন দুজন। খেলেছেন দারুণ সব শট।

১০৮ রানের জুটি ভাঙেন নাথান লায়ন। অফ স্পিনারের দারুণ লুপ ও টার্নে অর্ধশতক থেকে এক রান দূরে স্লিপে ক্যাচ দেন পেরেরা।

মেন্ডিস তাতে দমে যাননি। নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস এসেই চড়াও হন স্পিনারদের ওপর। দ্বিতীয় বলেই ছক্কা মারেন লায়নকে। অভিষিক্ত বাঁহাতি স্পিনার জন হল্যান্ডকে মারেন দুটি ছক্কা।

আগের টেস্টে ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলা মেন্ডিস আবারও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। দারুণ ইনিংসটি শেষ হয় স্টার্কের অসাধারণ এক ডেলিভারিতে। মিডল স্টাম্পে শর্ট অব লেংথ থেকে বেরিয়ে যাওয়া বলের জবাব জানা ছিল না মেন্ডিসের। ১০ চার ও ২ ছক্কায় ৮৬ করেছেন ১৩৭ বলে।

এটি ছিল স্টার্কের শততম টেস্ট উইকেট। মাইলফলক ছুঁলেন ২৭তম টেস্টে।

ম্যাথিউস অর্ধশতক স্পর্শ করেন মাত্র ৫৯ বলে। এর পরপরই লঙ্কান অধিনায়ককে ফেরান মিচেল মার্শ। লোয়ার অর্ডারদের নিয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ধনঞ্জয়া ডি সিলভা। শেষ দিকে আবার ফিরে লেজ ছেটে দেন স্টার্ক। শুষ্ক, গতিহীন উইকেটেও দারুণ পারফরম্যান্স।

বোলিংয়ের স্বস্তিটা অবশ্য ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অভিষিক্ত বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো ক্যারিয়ারের দ্বিতীয় বলেই পেয়ে যান উইকেট। নিরীহ শর্ট বলে ক্যাচ দেন জো বার্নস।

আগের টেস্টে একটুও সুবিধে করতে না পারা ওয়ার্নার বেছে নিয়েছিলেন আক্রমণের পথ। খেলছিলেনও দারুণ। কিন্তু শেষ বেলায় বাঁহাতি ওপেনারকে ফেরান অফ স্পিনার দিলরুয়ান পেরেরা (৪১ বলে ৪২)।

প্রথম দিনেই যেভাবে টার্ন মিলেছে, তাতে স্পিনে নড়বড়ে অস্ট্রেলিয়ান মিডল অর্ডারের অপেক্ষায় আছে কঠিন পরীক্ষা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৩.১ ওভারে ২৮১ (করুনারত্নে ০, কৌশল ৫, কুসল ৪৯, মেন্ডিস ৮৬, ম্যাথিউস ৫৪, চান্দিমাল ৫, ধনঞ্জয়া ৩৭, দিলরুয়ান ১৬, হেরাথ ১৪, সান্দাকান ১, ফার্নান্দো ০*; স্টার্ক ৫/৪৪, হেইজেলউড ১/৫১, লায়ন ২/৭৮, মার্শ ১/৩০, হল্যান্ড ১/৬৪)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩.৩ ওভারে ৫৪/২ (বার্নস ০, ওয়ার্নার ৪২, খাওয়াজা ১১*; ফার্নান্দো ১/১৬, হেরাথ ০/৩, দিলরুয়ান ১/১৪, ম্যাথিউস ০/১৩, ধনঞ্জয়া ০/৭)