সাকিবদের হারিয়ে ফাইনালে গায়ানা

শেষ ওভারে প্রয়োজন ৬ রান। ইমাদ ওয়াসিমের প্রথম ৩ বলে এলো ৩ রান। চতুর্থ বলে বাঁহাতি স্পিনারকে ওয়াইড লং অন দিয়ে ওড়ালেন সোহেল তানভির। বল আছড়ে পড়ল গ্যালারিতে। সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াসকে হারিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স উঠল ফাইনালে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2016, 05:12 AM
Updated : 4 August 2016, 05:12 AM

ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে গায়ানাকে ফাইনালে তোলেন তানভির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম প্লে অফে জ্যামাইকাকে হারিয়েছে তারা ৪ উইকেটে।

টানা দুই ম্যাচে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে সুযোগ পাওয়ার পর এদিন জ্যামাইকার হয়ে ছয় নম্বরে নেমেছিলেন সাকিব আল হাসান। যদিও ততক্ষণে পেরিয়ে গেছে ১৬ ওভার। তবে শেষ সময়ের দাবিটা মেটাতে পারেনি সাকিবের ব্যাট, ৪ বলে করেছেন ২।

বল হাতে অবশ্য বরাবরের মতোই হিসেবি ছিলেন সাকিব। উইকেট পাননি, ৪ ওভারে দিয়েছেন ২০ রান।

১৪৬ রানের পুঁজি নিয়ে জয়ের পথও তৈরি করেছিল জ্যামাইকা। শেষ ৪ ওভারে গায়ানার প্রয়োজন ছিল ৪৪ রান। ১৭তম ওভারে দুই ছক্কা হজম করলেও কেসরিক উইলিয়ামস তুলে নেন দুই উইকেট।

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩০। হাতে ৪ উইকেট। তানভিরের ১৩ বলে অপরাজিত ২১ রানের ইনিংসে ২ বল বাকি থাকতেই জয়।

তানভিরের ইনিংসের আগে ৪৭ বলে ৪৯ করে গায়ানাকে এগিয়ে নিয়েছেন ক্রিস লিন। বৃথা গেছে জ্যামাইকার উইলিয়ামসের ৪ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে জ্যামাইকার প্রথম ৫ ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক। কিন্তু বড় ইনিংস বা ঝড় তুলতে পারেননি কেউ। ক্রিস গেইলের ৩৬ বলে ৩৩ দলের সর্বোচ্চ। কুমার সাঙ্গাকারা ২০ বলে ২০, রোভম্যান পাওয়েল ২০ বলে ২৩।

৩০ রানে ৩ উইকেট নেন গায়ানা অধিনায়ক রায়াদ এমরিট; ২৪ রানে ২ উইকেট তানভির। পরে ব্যাট হাতেও দলকে জিতিয়ে ম্যাচ সেরা পাকিস্তানি তানভির।

ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে সাকিবরা এলিমিনেটর ম্যাচ খেলবে বাংলাদেশ সময় শনিবার সকালে।