সার্জন ফাংকও মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পক্ষে
লন্ডন থেকে আবু মুসা হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2016 10:40 AM BdST Updated: 03 Aug 2016 06:22 PM BdST
-
-
-
লেনার্ড ফাংক
অর্থোপেডিক্স এবং স্পোর্টস সায়েন্সের বিশেষজ্ঞ সার্জন লেনার্ড ফাংকও মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পক্ষে মত দিয়েছেন।
মঙ্গলবার ম্যানচেস্টার থেকে প্রায় ২০ মাইল দূরে চ্যাশায়ার কাউন্টির অ্যালডারলি রোডের উইমস্লো হাসপাতালের দ্য আর্ম ক্লিনিকে মুস্তাফিজের চোটের ধরন ও চোট সংশ্লিষ্ট রিপোর্ট পর্যালোচনা করে কাঁধের সার্জারিতে বিশেষজ্ঞ এই সার্জন এই অভিমত দেন।
লন্ডনে মুস্তাফিজকে আতিথ্য দেওয়া সেন্ট পিটার্স কলেজ অব লন্ডনের অধ্যক্ষ এজিএম সাব্বির মুস্তাফিজের সঙ্গে অধ্যাপক ফাংকের কাছে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে লন্ডন ফিরে আসার পর সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যাপক ফাংকের অভিমত হচ্ছে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তার এই অভিমত পাঠিয়ে দেবেন ফাংক।
এর আগে আরেক বিশেষজ্ঞ সার্জন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচারও সাসেক্সের হয়ে খেলতে এসে চোট পাওয়া মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচারের পক্ষে মত দিয়েছেন।
মুস্তাফিজকে সার্বক্ষণিক সঙ্গ দেয়া সাব্বির জানান, বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করে বিসিবি সিদ্ধান্ত নেবে কাকে দিয়ে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করানো হবে। তবে বিসিবি যদি অধ্যাপক ফাংককে দিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় তাহলে মুস্তাফিজকে বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। কারন মুস্তাফিজের অস্ত্রোপাচারের জন্য অধ্যাপক ফাংক ২২ অগাস্টের আগে কোন স্লট দিতে পারছেন না।
রাইটিংটন, উইগ্যান অ্যান্ড লি এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) ফাউন্ডেশন ট্রাস্টের রাইটিংটন হাসপাতালের অধ্যাপক ফাংক কাঁধসহ আপার লিমের সার্জারিতে বিশেষজ্ঞ। কাঁধে ক্রীড়া বিষয়ক চোটের অর্থোপেডিক সার্জারিতে তিনি পারদর্শী। তিনি উইমস্লো হাসপাতালের দ্য আর্ম ক্লিনিকে প্রাইভেট রোগীদের দেখে থাকেন।

লন্ডন, ৩ আগস্ট, ২০১৬
(লেখক আবু মুসা হাসান সাবেক কূটনীতিক ও সাংবাদিক)
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়